নদিয়া: অবশেষে ভাঙা হল নদিয়া উত্তর (Nadia News) সাংগঠনিক জেলার বিজেপি (BJP) দফতরের তালা। একই সঙ্গে জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের (Arjun Biswas) বিরুদ্ধে লাগানো পোস্টারগুলিও ছিঁড়ে ফেলা হয়। গত সোমবার প্রার্থীপদ পছন্দ না হওয়ায় বিজেপি কর্মীদের একাংশ দলীয় অফিসে তালা মেরে পোস্টার লাগিয়ে দেয় বলে অভিযোগ। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, তালার চাবি হারিয়ে যাওয়ায় এতদিন তালা খোলা যায়নি। অবশেষে শুক্রবার দফতরের তালা ভাঙেন বিজেপি কর্মী সমর্থকরা। ওইদিন বিকেলেই দলীয় কার্যালয় বেরোনোর আক্রান্ত হন অর্জুন বিশ্বাস। তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ বিজেপির। যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।
শনিবার চার পুরসভা কেন্দ্রে ভোটগ্রহণ (WB Municipal Elections 2022) চলাকালীনই তালা খোলা খোলা হয় ওই দফতরের। আর পুরভোটের প্রার্থী তালিকা ঘিরেই বিতর্কের সূত্রপাত। অভিযোগ ওঠে, এলাকার পুরনো কর্মীরাই টিকিট পাননি। তৃণমূলের সঙ্গে আঁতাত করে টাকার বিনিময়ে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তাই জেলায় বিজেপি-র দফতরে তালা ঝুলিয়ে দেন বিজেপি কর্মীরা। গত সোমবার এই ঘটনা ঘটে।
নদিয়া উত্তরের জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন বিজেপি কর্মীরা। জেলার প্রধান দলীয় কার্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে দেন। তার পর থেকে বন্ধ ছিল ওই দফতর। পুরভোট পর্যন্ত দফতর বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল সেই সময়। সেই তালা খোলা হল শনিবার।
আরও পড়ুন: Metro Dairy: দীর্ঘদিন ভেজাল দুধ সাপ্লাই, মেট্রো ডেয়ারীর কালেকশন সেন্টারে হানা ইনফরমেশন ব্রাঞ্চের
তবে দফতরের তালা খোলা হলেও, দলের অন্দরের ঝামেলা মেটেনি এখনও পর্যন্ত। বরং শুক্রবার সেখানে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করে। দলের জেলা সভাপতির মাথা মেরে ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধেই। গুরুতর জখম অবস্থায় অর্জুনকে ভর্তি করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। জানা যায়, তালা ভেঙে দফতরের ভিতরে ঢোকার চেষ্টা করেন অর্জুন। তাতেই পরিস্থিতি তেতে ওঠে। বচসা থেকে শুরু হয় হাতাহাতি-মারামারি।