প্রদ্যোৎ সরকার, নদিয়া: ৬ বছরের শ্যালককে খুনের অভিযোগে নদিয়ার (Nadia) থানারপাড়ায় গ্রেফতার জামাইবাবু। মুর্শিদাবাদের (Murshidbad) ডোমকল (Domkol) থেকে উদ্ধার মৃতদেহ। পণের মোটরবাইক না মেলায় শিশুকে শ্বাসরোধ করে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
দিদির বাড়ি বেড়াতে এসে ৬ বছরের শিশু খুন। পণের মোটরবাইক না মেলার জেরেই কি জামাইবাবুর হাতে প্রাণ গেল শিশুর? নদিয়ার (Nadia) থানারপাড়া থানা এলাকার ধোড়াদহ গ্রামে শিশু শ্যালককে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্য।
শুক্রবার মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলের ফুলবাড়িতে নদীর ধারে ঝোপের মধ্যে শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খুনের অভিযোগে জামাইবাবুকে গ্রেফতার করা হয়েছে। মৃতের পরিবার সূত্রে খবর, বিহারের পূর্ণিয়ার বাসিন্দা শাহজাদি বিবির সঙ্গে মাস তিনেক আগে সোহেল শেখের বিয়ে হয়। অভিযোগ, বিয়েতে পণ হিসেবে মোটরবাইক চাইলেও শাহজাদির পরিবারের তরফে তা দেওয়া হয়নি।
বিয়ের কিছুদিন পর বাপের বাড়িতে যান শাহজাদি। দিন সাতেক আগে ৬ বছরের ভাইকে নিয়ে শ্বশুরবাড়িতে ফেরেন তিনি। অভিযোগ, বাইকের বদলে ভাইকে সঙ্গে নিয়ে আসায় ওই দিনই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।
মৃতের পরিবারের দাবি, গত বুধবার ৬ বছরের শ্যালককে নিয়ে বেড়াতে বের হন সোহেল শেখ। কিন্তু একা বাড়িতে ফিরে আসায় দিদির সন্দেহ হয়। অভিযোগ বাড়ি ফিরে অপহরণের গল্প ফাঁদেন সোহেল। দাবি করেন ৫০ হাজার টাকাও।
এরপরই থানারপাড়া থানায় অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার। তদন্তে নেমে ডোমকল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত জামাইবাবুকে।মৃতের দিদি শাহজাদি বিবির কথায়, আমি আর ঘর করব না। ভাইকে কেন মারল? ওর তো কোনও দোষ ছিল না। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, শ্বাসরোধ করে খুন করা হয়েছে শিশুকে। ঘটনার পুনর্নির্মাণ করা হবে।