আবির দত্ত, সন্দীপ সরকার ও সত্য়জিৎ বৈদ্য়: নদিয়ার (Nadia News) কৃষ্ণগঞ্জে ক্যাম্পেই বিএসএফ-এর মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ কোম্পানি কম্যান্ডারের বিরুদ্ধে (BSF Constable Physical Assault)। কিন্তু স্থানীয় থানায় বিএসএফ এ বিষয়েই কিছু জানায়নি! নির্য়াতিতাকে শারীরিকভাবে পরীক্ষার পর, এসএসএসকেএম-এর তরফে বলা হয়, থানায় অভিযোগ জানাতে। বিএসএফের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবিরে মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ
সীমান্ত সুরক্ষার দায়িত্ব যাঁদের হাতে, তাঁদের বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবিরে মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ উঠল কোম্পানি কম্যান্ডারের বিরুদ্ধে, যিনি কিনা এক জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। শনিবার নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত BSF ক্য়াম্পে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। আর এই ঘটনা নিয়েই শুরু হয়েছে রাজনীতি।
মঙ্গলবার বিষয়টি নিয়ে মুখ খোলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, "আমার কাছে খবর এসেছে, একজন বিএসেফ কনস্টেবল মহিলা, তিনি নাকি ধর্ষণের শিকার হয়েছেন! আমি বিশদ খবর নিয়ে জানাব। বিএসএফ-কেও আইনের মধ্য়ে থেকেই চলতে হয়।"
প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় BSF-এর মহিলা কনস্টেবলকে। কিন্তু স্থানীয় থানায় BSF-এর তরফে এ নিয়ে কিছু জানানো হয়নি বলে অভিযোগ। বরং নির্যাতিতাকে সোজা নদিয়া থেকে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে চলে আসা হয়। শারীরিক পরীক্ষার পর SSKM-এর তরফেই থানায় অভিযোগ জানাতে বলা হয়। তাতে কিছুটা স্থিতিশীল হয়ে BSF-এর কয়েক জন আধিকারিককে সঙ্গে নিয়ে ভবানীপুর থানায় এসে লিখিত অভিয়োগ জানান ওই মহিলা কনস্টেবল।
আরও পড়ুন: Kajal Seikh: ‘খুন হয়ে যেতে পারি যে কোনও মুহূর্তে,’ আশঙ্কিত তৃণমূলের কাজল শেখ
পরে ভবানীপুর থানার পুলিশ সেই অভিযোগ কৃষ্ণগঞ্জে পাঠায়। কিন্তু প্রশ্ন উঠছে, শিবিরে মহিলা কনস্টেবলকে ধর্ষণের ঘটনায় কেন নীরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? রাজ্যের শাসক দল তৃণমূল এই প্রশ্ন তুলেছে। দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "BSF-এর এক্তিয়ার বাড়ানো হয়েছে। অনেক ভাল, দারুণ কিছু হল, এই প্রমাণ! স্বরাষ্ট্রমন্ত্রী চুপ কেন, কেন চুপ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী? BSF কেন চুপ? বিজ্ঞপ্তি নেই কেন? আর এখানে একটা রেইড হলেও তো ফলাও করে দেখানো হয়!"
যদিও এ নিয়ে প্রশ্ন করলে, বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "ওঁকে বলুন, কামদুনি কাণ্ড ঘটেথিল আজ থেকে কত বছর আগে? যারা ধর্ষণ করেছিল, তাদের কি সাজা হয়েছে? একটি ট্যুইট করে বলতে বলুন না! হাঁসখালিতে কি সাজা হয়েছিল? দিল্লিতে একই সময় নির্ভয়াকাণ্ড। সমস্ত অপরাধীদের সাজা হয়ে গিয়েছে।"
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তৃণমূলের
বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, অভিযুক্ত কোম্পানি কম্যান্ডারকে সাসপেন্ড করা হয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। এই ঘটনায় পৃথক ভাবে তদন্ত করছে পুলিশও।