আবীর দত্ত, নদিয়া: পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা হল প্রচুর সংখ্যায় বিরল প্রজাতির পাখি। বিএসএফ জওয়ানরা পাচারকারীদের কবল থেকে উদ্ধার করেছে পাখি। 


কবে অভিযান:
সম্প্রতি এই অভিযান হয়। দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের সীমা চৌকি গোবিন্দপুর বি ৮২ ব্যাটালিয়নের জওয়ানরা অভিযান চালান। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাঁদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় একটি অনুসন্ধান অভিযান চালানো হয়।  জওয়ানরা দেখেন, বাংলাদেশের দিক থেকে কিছু লোকজন ভারতীয় সীমান্তের দিকে আসছে। নজরে পড়তেই তাদের থামতে বলেন জওয়ানরা। কিন্তু তারা থামেনি। জওয়ানরা সঙ্গে সঙ্গে তাদের ফের থামতে বলেন। তখনই, অন্ধকারের সুযোগ নিয়ে বাংলাদেশের দিকেই পালিয়ে যায় তারা।


কী পাখি:
জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে দুটি কাঠের বাক্স উদ্ধার করে। সেখানে দুটি বিরল প্রজাতির পাখি (বোনা ক্যাসোওয়ারি) পাওয়া যায়।  চোরাকারবারিদের কবল থেকে উদ্ধার করা পাখিগুলিকে বন দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।

৮২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জানান, সীমান্তে বিরল প্রজাতির পাখি পাচার বন্ধে বিএসএফ কঠোর ব্যবস্থা নিচ্ছে। ওই এলাকায় কোনওরকম চোরাচালান রুখতে বিএসএফ তৎপর বলে জানান তিনি।


প্রায়শই সামনে আসে পাখি উদ্ধারের (Bird recovery) ঘটনা। অনেক সময়েই নানা জায়গায় চোরাচালানের পর্দাফাঁস করে বিএসএফ (BSF)। অনেকসময়েই বাজেয়াপ্তের তালিকায় থাকে পাখি। গত বছরেই নদিয়ার কল্যাণী (Kalyani) থেকে উদ্ধার হয়েছিল ৫০ লক্ষ টাকা মূল্যের ১৩৮টি বিদেশি পাখি। এসটিএফ, কল্যাণী থানা এবং বন দফতরের মিলিত অভিযানে নদিয়ার (Nadia) কল্যাণী থানার কল্যাণী বি ব্লক থেকে উদ্ধার হয়েছিল বিপুল সংখ্যায় বিদেশি পাখি (Bird)। উদ্ধার হওয়া পাখিগুলিকে পাঠানো হয়েছিল বন দফতরে। এই মাসেই গোপন সূত্রে খবর পেয়ে তেহট্টের বেতাই লালবাজার সীমান্তে স্পেশাল পেট্রোলিং-এর ব্যবস্থা করা হয়। সেই সময় পাচারকারীদের দেখতে পেলে চ্যালেঞ্জ করেন কর্তব্যরত সেনা জওয়ানরা। যদিও অন্ধকার এবং ঝোপঝাড়ের সাহায্য নিয়ে পালিয়ে যায় পাচারকারীরা। তবে ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুটি খাচায় ভর্তি পাখি উদ্ধার হয়। প্রায় ২০০ টি পাখি রয়েছে। যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে বিএসএফ আধিকারিক। একই মাসে পরপর চারবার পাখি উদ্ধারের ঘটনা ঘটনাই তৎপর বিএসএফ জোয়ানরা। দ্রুত পাচারকারীকে ধরার চেষ্টা চালাচ্ছেন বলে জানান তারা।


আরও পড়ুন: সামনে পঞ্চায়েত ভোট, নিরাপত্তা কড়া করতে সিসিটিভির মোড়কে ঢেকে ফেলা হল নিউ ব্যারাকপুর থানা