সৌমিত্র রায়, কলকাতা: সঞ্জীব দত্ত (Sanjib Dutta), ক্রিশ্চিয়ানো জুনিয়রের (Cristiano Júnior) পর এবার রেলওয়ে এফসি-র (Railway FC) দেবজ্যোতি ঘোষ (Debojyoti Ghosh)। ফুটবল মাঠে ফের মৃত্যু। নদিয়ার (Nadia) ধুবুলিয়ায় (Dhubulia) স্থানীয় ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয় দেবজ্যোতির। অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। আর সংজ্ঞা ফেরেনি। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান।


গত মরসুমে কলকাতা লিগে রেলওয়ে এফসি-র হয়ে খেলেছিলেন দেবজ্যোতি। আগামী মরসুমে তাঁর খেলার কথা ছিল ইস্টবেঙ্গলের (East Bengal Club) হয়ে। কিন্তু বড় দলে খেলার স্বপ্নপূরণ হওয়ার আগেই তাঁর মৃত্যু হল। এই ঘটনায় মদয়ানে শোকের ছায়া।


স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাবের হয়ে একটি প্রতিযোগিতায় খেলতে নামেন দেবজ্যোতি। খেলার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই ফুটবলারকে আর সুস্থ করে তোলা সম্ভব হয়নি।


১৯৯৩ সালে কান্নুর সন্তোষ ট্রফি চলাকালীন মৃত্যু হয় রেল দলের সঞ্জীব দত্তর। হাওড়ার শিবপুরের ছেলে সঞ্জীব অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে বল দখল করতে গিয়ে শূন্যে লাফিয়ে উঠে বিপক্ষের এক ফুটবলারের কনুইয়ের ধাক্কায় আহত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। সংজ্ঞাহীন অবস্থায় তাঁর চিকিৎসা শুরু করতে অনেক দেরি হয়ে যায়। মাঠে চিকিৎসার কোনও ব্যবস্থা ছিল না। এমনকী, মাঠে অ্যাম্বুল্যান্সও ছিল না। বাইরে থেকে অ্যাম্বুল্যান্স আনতে অনেক দেরি হয়। ফলে বাংলার এই ফুটবলারের প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।


২০০৪ সালের ৫ ডিসেম্বর বেঙ্গালুরুতে ফেডারেশন কাপ ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মৃত্যু হয় ডেম্পোর ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো জুনিয়রের। ম্যাচের শেষদিকে দ্বিতীয় গোল করতে গিয়ে মোহনবাগানের গোলকিপার সুব্রত পালের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে মাটিতে পড়ে যান জুনিয়র। বল জালে জড়িয়ে গেলেও, তাঁর জ্ঞান আর ফেরেনি। সেবারও মাঠে চিকিৎসক ছিলেন না। 


ফের ফুটবল মাঠে প্রাণ হারালেন আরও একজন।