সুজিত মণ্ডল, নদিয়া: নদিয়ার গাংনাপুরে ‘দুয়ারে সরকার’ শিবিরের বাইরে ক্যাম্প করে ফর্ম ফিলআপ করে দিচ্ছে সিপিএম। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি ও তৃণমূল। পাল্টা উত্তর দিয়েছে বামেরাও। যদিও শিবিরে আসা মানুষজন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
তৃণমূল সরকারের ‘দুয়ারে সরকার’। ফর্ম ফিলআপ করতে ক্যাম্প সিপিএমের।সকাল থেকেই ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্পে হাজার হাজার মানুষের লাইন।কেউ লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা দিতে এসেছেন, তো কেউ স্বাস্থ্যসাথীর কার্ড বানাবেন।
কিন্তু অনেকক্ষেত্রেই সরকারি প্রকল্পের ফর্ম পূরণ করতে গিয়ে সমস্যায় পড়ছেন গ্রামের মহিলারা। আর তাদের সাহায্য করতেই এগিয়ে এসেছে বামেরা। বড় বড় ছাতা লাগিয়ে, দুয়ারে সরকারের শিবিরের সামনেই করা হয়েছে অস্থায়ী ক্যাম্প। সেখানে ভিড়ও জমিয়েছেন অনেকে। সোমবার সকালে এমনই দৃশ্য দেখা গেল নদিয়ার গাংনাপুর থানার আইসমালি গ্রামে।
এখানকার সরিষাডাঙা শ্যামাপ্রসাদ হাইস্কুলে বসেছে ‘দুয়ারে সরকার’-এর শিবির। আর স্কুলের বাইরে ঠিক তার ৫০ মিটারের মধ্যে ক্যাম্প করে শিবিরে আসা লোকজনদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বামেরা।
এ নিয়ে অবশ্য তীব্র কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ও তৃণমূল। আইসমালি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতা মফিজুর দফাদার বলেছেব, ৩৪ বছরে বাম সরকার সাধারণ মানুষের জন্য কিছুই করতে পারেনি। এতদিন সিপিএম এর বিরোধিতা করলেও, ওরা এখন বুঝতে পেরেছে, প্রকৃত অর্থে এতে মানুষ উপকৃত হচ্ছে। তাই ওরাও দুয়ারে সরকার শিবিরে আসা আবেদনকারীদের জন্য ফর্ম ফিলাপের ব্যবস্থা করেছে।
বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার সভাপতি অশোক বিশ্বাস বলেছেন,সিপিএম, তৃণমূল কংগ্রেস-- তিনটি দলই এক। শুধু পতাকার রং আলাদা। প্রকৃত অর্থে ওরা মানুষকে ঠকাচ্ছে।
করোনার দ্বিতীয় ডেউ আছড়ে পড়ার সময় মানুষের পাশে থাকতে তাঁদের রেড ভলান্টিয়ার্সদের রাস্তায় নামিয়েছিল সিপিএম। সাড়াও মিলেছিল প্রচুর। সেই প্রসঙ্গ উল্লেখ করে পাল্টা উত্তর দিয়েছে বামেরা। ডিওয়াইএফআই-এর রানাঘাট পূর্ব লোকাল কমিটির সভাপতি রাজু ঘোষ বলেছেন, মানুষ যাতে সমস্যায় না পড়ে, সেজন্য আমরা এই আয়োজন করেছি। এর আগেও দলের রেড ভলান্টিয়ার্সরা রাজনৈতিক রঙ না দেখে মহামারী পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ছিল।
সরকারি পরিষেবা নিতে আসা মানুষগুলো দলাদলি করতে নারাজ। বামেদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাঁরা। এমনই একজন বললেন, আমি ফর্ম ফিল আপ করতে পারি না। এখান থেকে করে দিচ্ছে। খুব ভাল লাগল। যে দলেরই হোক না কেন, ভাল উদ্যোগ।
সিপিএমের তরফে জানানো হয়েছে, এই উদ্যোগ তারা চালিয়ে যাবেন।