সুজিত মণ্ডল, নদিয়া: রাজ্যে ফের রহস্যমৃত্যু এক যুবকের। রাস্তা থেকে উদ্ধার হল নিথর দেহ। নদিয়া জেলায় (Nadia News) এই ঘটনা ঘটেছে। ৩৪ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারিত অংশের উপর থেকে মিলেছে তাঁর মৃতদেহ (Mysterious Death of Youth)। এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে দেহটি (Dead Body) উদ্ধার করে পুলিশ। তবে তিনি খুন হয়েছেন, নাকি মৃত্যুর পিছনে কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখা হচ্ছে।
অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
নদিয়ার হবিবপুরের ঘটনা। শনিবার সকালে রানাঘাট থানা এলাকার হবিবপুর ছাতিমতলার কাছে সম্প্রসারিত ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর বছর ৩৫-এর অজ্ঞাত পরিচয় ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায়। সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়ে স্থানীয়রাই দেহটি পড়ে থাকতে দেখেন। তাঁরাই রানাঘাট থানার পুলিশকে খবর দেন। তার পর ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। ওই যুবককে খুন করা হয়েছে, নাকি অন্য কোনও কারণ রয়েছে তাঁর মৃত্যুর পিছনে, খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: Ballygunge ByPoll 2022: বালিগঞ্জে তৃতীয় রাউন্ডের শেষে দুই নম্বরে বাম প্রার্থী সায়রা শাহ হালিম
অন্য দিকে, আসানসোলে (Asansol News) স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয়েছে দুই বন্ধুর। আসানসোল উত্তর থানা এলাকার কে ডি সিম কোলিয়ারিতে পরিত্যক্ত পাথরখাদান থেকে ৩৩ ঘণ্টা পর তাঁদের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার পরিত্যক্ত পাথর খাদানে স্নান করতে আসেন আসানসোল দক্ষিণ থানা এলাকার ৬ বাসিন্দা। ১৬ বছরের এক কিশোর এবং ১৯ বছরের এক তরুণকে তলিয়ে যেতে দেখে তাদের বাড়িতে খবর দেন বন্ধুরা। গতকাল উদ্ধারকাজে নামে এনডিআরএফ। রাত ৯টা নাগাদ উদ্ধার হয় জোড়া মৃতদেহ।
রাজ্য় সরকারে বাস উল্টে ১৫ জন যাত্রী আহত
আবার শনিবার সকালেই পূর্ব মেদিনীপুরের এগরায় রাজ্য সড়কে উল্টে গিয়েছে একটি বাস। তাতে আহত হয়েছেন ১৫ জন যাত্রী। মেদিনীপুর থেকে কাঁথি যাওয়ার সময়, সকাল ৮টা নাগাদ এগরার কৌড়দার কাছে কাঁথি-বেলদা রাজ্য সড়কে বেসরকারি বাস উল্টে যায়। আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান। বাসের চালক পলাতক।