সুজিত মণ্ডল, নদিয়া: নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও জোর করে শ্মশানে পোড়ানোর ঘটনায়, দোষী সাব্যস্ত ৯ জন। প্রায় সাড়ে ৩ বছর পর ,আগামীকাল হাঁসখালিকাণ্ডে সাজা ঘোষণা করবে রানাঘাট মহকুমা আদালত।
হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ-খুনের মামলায় দোষী সাব্যস্ত তৃণমূল নেতা-পুত্র-সহ ৯
সময়টা ২০২২ সালের ৪ এপ্রিল। গত বিধানসভা ভোটের ঠিক পরের বছরই এক নৃশংস ঘটনার সাক্ষী হয়েছিল বাংলা। মূলত আরও শাসক নেতার ছেলের যোগসূত্র প্রকাশ্যে আসতেই, রাতারাতি উত্তাল হয়েছিল সেসময় রাজ্য-রাজনীতি। নদিয়ার হাঁসখালিতে এক নাবালিকাকে গণধর্ষণ-খুনের মতো গুরুতর অভিযোগ প্রকাশ্যে এসেছিল। সেই মামলাতেই এবার তৃণমূল নেতা সমরেন্দ্র,-পুত্র ব্রজ গয়ালি-সহ ৯ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল রানাঘাট আদালত। আগামীকাল সেই মামলারই সাজা ঘোষণা।
সাড়ে ৩ বছর আগে জন্মদিনের ওই পার্টিতে ঠিক কী হয়েছিল বলে অভিযোগ ?
সাড়ে ৩ বছর আগের এই ঘটনায় নাম জড়ায় তৃণমূলের তৎকালীন পঞ্চায়েত প্রধান সমরেন্দ্র গয়ালির। মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে তৃণমূল নেতার ছেলে সোহেল গয়ালির নাম।যার বিরুদ্ধে মূল অভিযোগ, সেই ব্রজ গয়ালি, তার জন্মদিনেই কিন্তু ওই নাবালিকাকে ডাকা হয়েছিল। এবং সেই রাতেই তাঁকে গণধর্ষণ করা হয় এবং তাঁকে আগুনে পুড়িয়ে ফেলা হয় বলে অভিযোগ উঠেছিল। ওই বছর ১৩ এপ্রিল তদন্তভার রাজ্য পুলিশের হাত থেকে সিবিআই-র হাতে যায়। সিবিআই এর তদন্তের পর, এই যে ৯ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার মধ্যে দুই জনকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল। বাকি ৭ জনকে গ্রেফতার করেছিল সিবিআই। তার মধ্যে রয়েছেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সমরেন্দ্র গয়ালিও। এবং আজকে এই ৯জনকে দোষী সাব্যস্ত করেছে রানাঘাট মহাকুমা আদালত।আগামীকাল তাঁদের সাজা ঘোষণা রয়েছে।
'মেয়েটির লভ অ্যাফেয়ার্স ছিল...', হাঁসখালিকাণ্ডে মুখ্যমন্ত্রীর একটি পুরনো মন্তব্য মনে করিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি
হাঁসখালিকাণ্ডে মুখ্যমন্ত্রীর একটি পুরনো মন্তব্য মনে করিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। সেসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'মেয়েটির লভ অ্যাফেয়ার্স ছিল...বাড়ির লোকেরা সেটা জানত...প্রতিবেশীরাও সেটা জানত। এখন যদি কোনও ছেলেমেয়ে প্রেম করে, সেটা আমার পক্ষে আটকানো সম্ভব নয়।' মঙ্গলবার হাঁসখালিকাণ্ডে সাজা ঘোষণা করবে রানাঘাট মহকুমা আদালত।