সুজিত মণ্ডল, নদিয়া: উৎসবের মরসুমে গতির বলি দুই তরুণ। কালীপুজোয় (Kali Puja) আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যাচ্ছিলেন মোটর সাইকেলে চেপে। দ্রুত গতিতে ছুটছিল মোটর সাইকেল (Bike Accident)। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় বেঘোরে প্রাণ গেল দুই তরুণেরই।
নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মোটর সাইকেলের, হত ২
নদিয়া (Nadia News) জেলার হাঁসখালি (Hanskhali News) থানার অন্তর্গত হলদিপাড়া এলাকার ঘটনা। বুধবার রাতে মোটর সাইকেলে চেপে কালীপুজোয় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যাচ্ছিলেন অরিন্দম সিকদার, বয়স ২১ বছর। তাঁর মোটর সাইকেলে বসেছিলেন আরও দুই আরোহী। হাঁসখালির হলদিপাড়া অভিমুখে যাচ্ছিলেন তাঁরা। সেই সময়ই মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অরিন্দম।
আরও পড়ুন: Hooghly News: দিদির কাছে ফোঁটা নেওয়ার আগেই গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ভাই
সেই সময় উল্টো দিক থেকে মোটর সাইকেল চালিয়ে আসছিলেন সুমন ঘোষ নামের ১৮ বছর বয়সি এক তরুণ। তিনি মোটর সাইকেল ছুটিয়ে নিয়ে যাচ্ছিলেন বগুলা অভিমুখে। রাস্তায় অরিন্দমের মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে তাঁর। ঘটনাস্থলেই মৃত্যু হয় অরিন্দম এবং সুমনের।
দুর্ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন গুরুতর। দুর্ঘটনা স্থল থেকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। এই মুহূর্তে সেখানেই চিকিসাধীন রয়েছেন তাঁরা।
নিয়ন্ত্রণ হারানোতেই দুর্ঘটনা, জানা যাচ্ছে প্রাথমিক তদন্তে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় হত অরিন্দম এবং তাঁর দুই সঙ্গীর বাড়ি হাঁসখালির ছোট মুড়াগাছা এলাকায়। দুর্ঘটনায় হত সুমনের বাড়ি হাঁসখালির হাতিশালা গ্রামে। নিয়ন্ত্রণ হারিয়েই মুখোমুখি সংঘর্ষ বাধে মোটর সাইকেল দু’টির। তাতেই মৃত্যু হয় দুই তরুণের। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
ফোঁটা নেওয়ার আগেই গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ভাই
এ দিকে, দিল্লি রোডের উপর বৃহস্পতিবার ভাইফোঁটা নিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক। দিদির কাছে ভাইফোঁটা নেওয়ার উদ্দেশেই বেরিয়েছিলেন তিনি। কিন্তু তার আগেই পথ দুর্ঘটনায় পড়েন। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটে সুগন্ধা পঞ্চায়েতের জারুরা দিল্লি রোডের উপর। আহতকে পোলবা থানার পুলিশ উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে পাঠায়। কিন্তু শেষরক্ষা হয়নি। ভাইফোঁটা নিতে যাওয়ার পথে এমন ঘটনায় শোকের ছায়া পরিবারে। ওই যুবকের দিদিও আহত হয়েছেন দুর্ঘটনায়।