Kaliganj By Election: আজ নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে লড়াই ত্রিমুখী। প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপির প্রতীকে লড়ছেন আশিস ঘোষ। বামফ্রন্টের সমর্থনে কংগ্রেসের প্রার্থী কাবিলউদ্দিন শেখ। এখানে ভোটগ্রহণ কেন্দ্র থাকছে ১৬২টি। বুথের সংখ্যা ৩০৯। এই কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৫২ হাজার ৬৭০। এই কেন্দ্রের ফল ঘোষণা হবে ২৩ জুন। শুরু হয়ে গিয়েছে ভোটদান পর্ব। বৃষ্টি মাথায় করেই সকাল সকাল ভোট দিতে এসেছেন অনেক মানুষ। ছাতা মাথায় বুথের বাইরে দেখা গিয়েছে সাধারণ মানুষকে।
ভোটকেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। ২০ টি ক্যুইক রেসপন্স টিম ও Rapid অ্যাকশন ফোর্সের ৬টি টিম থাকছে নজরদারিতে। কমিশন সূত্রে খবর, এবার ১০০ শতাংশ বুথেই থাকছে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা। নজরদারির জন্য রাজ্য, জেলা এবং বিধানসভা ভিত্তিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রতিটি স্তরে নজরদারিতে থাকবেন একজন নোডাল অফিসার।
২০১১ ও ২০২১-এর বিধানসভা ভোটে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ী হন তৃণমূলের নাসিরউদ্দিন আহমেদ। গত বিধানসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী পেয়েছিলেন ১ লক্ষ ১১ হাজার ৬৯৬টি ভোট। বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষ পেয়েছিলেন ৬৪ হাজার ৭০৯টি ভোট। বিজেপি প্রার্থীকে ৪৬ হাজার ৯৮৭ ভোটে হারান তৃণমূলের নাসিরউদ্দিন আহমেদ। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রটি পড়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে। ২০২৪-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে, কালীগঞ্জ আসনে বিজেপির থেকে ৩০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে ছিল তৃণমূল। সম্প্রতি কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তালিকা থেকে বাদ পড়ে ৫ হাজার ৮৪০ জন ভোটারের নাম। তাঁদের মধ্যে ৩ হাজার ৪২৬ জন মৃত। কালীগঞ্জে প্রায় ২ লক্ষ ৫৩ হাজার ভোটারের মধ্যে একটা বড় অংশ সংখ্যালঘু ভোট।
উপনির্বাচন ঘিরে কালীগঞ্জে কড়া নিরাপত্তা। ১৬২টি ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে পুলিশ। কমিশন সূত্রে খবর, এবার ১০০ শতাংশ বুথেই থাকছে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা। আজ নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোটের মধ্যে ত্রিমুখী লড়াই। ২০১১ ও ২০২১-এর বিধানসভা ভোটে কালীগঞ্জ দখল করেছিল তৃণমূল। ২০২৪-এর লোকসভা ভোটের ফলের নিরিখেও এই কেন্দ্রে এগিয়ে শাসক দল। এবার কী হবে? উত্তর মিলবে ২৩ জুন।