সুজিত মণ্ডল, নদিয়া: অতিরিক্ত টাকা নিয়ে আঁধার কার্ড করার অভিযোগে গ্রেফতার ৫ জন। নদিয়ার কল্যাণী থানার গয়েশপুর থেকে গতকাল রাতে ৫ যুবককে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ।অভিযোগ, সাধারণ মানুষের কাছ থেকে ২,৩০০ টাকা কখনো ১,৬০০ টাকা করে নিয়ে আঁধার কার্ড করার অভিযোগ ওই যুবকদের বিরুদ্ধে। ধৃতদের আজ কল্যাণী আদালতে তোলা হয়। 


এর আগে গত মাসে জাল চেক ভাঙিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর অভিযোগ উঠেছিল অশোকনগরে। তৈরি করা হয়েছিল নকল আধার ও প্যান কার্ড। অশোকনগরের ব্যাঙ্ক জালিয়াতির তদন্তে নেমে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ইন্ডিয়ান ব্যাঙ্কের ঈশ্বরীগাছা শাখার তরফে থানায় অভিযোগ দায়ের হয়।

অভিযোগে উল্লেখ, ৬-৭ জন গ্রাহকের ১৩টিরও বেশি চেক জাল করে তুলে নেওয়া হয়েছে ৩০ লক্ষেরও বেশি টাকা। পুলিশের দাবি, যাদের চেক জাল করা হয়েছে, সেইসব গ্রাহকদের নামে নকল আধার ও প্যান কার্ড তৈরি করা হয়েছিল।

এই ঘটনায় একজনকে আটক করেছে অশোকনগর থানার পুলিশ। জালিয়াতির ঘটনায় ব্যাঙ্ক কর্মীদের একাংশ জড়িত বলে গ্রাহকদের অভিযোগ। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।









 


১১ জুলাই অশোকনগর থানায় অভিযোগ দায়ের করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্কের তরফেও তদন্ত শুরু হয়। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। 
পুলিশের দাবি, ইন্ডিয়ান ব্যাঙ্কের ওই গ্রাহকদের প্যান ও আধার কার্ড জাল করে বারাসাতে বেসরকারি ব্যাঙ্কে খোলা হয় অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্ট থেকেই টাকা তোলা হয়।এক্ষেত্রে ইন্ডিয়ান ব্যাঙ্কের পুরনো চেকবই কাজে লাগায় প্রতারকরা।