প্রদ্যোৎ সরকার, নদিয়া: চাপড়ায় হাতকাটা মাসুদ সহ গ্রেফতার ছয় কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার কর পুলিশ (Police)। পাশাপাশি উদ্ধার করা হয়েছে বোমা, আগ্নেয়াস্ত্র, গুলিও।ধৃতরা হল মাসুদ মণ্ডল, সমীর সেখ, সাহাজামাল মণ্ডল, আলিম মণ্ডল, তাহের আলি মণ্ডল, রবিউল মণ্ডল। এদের মধ্যে মাসুদ মণ্ডল হাতকাটা মাসুদ বলে পরিচিত। তাঁর বিরুদ্ধে খুন, ডাকাতি সহ একাধিক অভিযোগ রয়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে দুটি বাইকে চেপে তারা চাপড়ার বাদলাঙ্গী মোড়ে জড়ো হয়েছিল দুষ্কৃতী কার্যকলাপের উদ্দেশ্যে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দিয়ে তাদের আটক করে। তল্লাশি চালিয়ে তাদের স্কুটির সিটের তলা থেকে আটটি তাজা বোমা উদ্ধার হয়। এছাড়াও মাসুদের কাছে থেকে একটি সেভেন এম এম পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়েছে। ধৃতদের কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানোর কথা।


গতবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যেখানে যত বোমা, বন্দুক, গুলি আছে, এক সপ্তাহের মধ্যে তা উদ্ধার করে নষ্ট করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শুরু হয়েছিল পুলিশি তৎপরতা। জেলায় জেলায় উদ্ধার শুরু হয় আগ্নেয়াস্ত্র।  একের পর এক জেলায় লাগাতার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল বেশ অনেকদিন ধরেই। উদ্ধার হয়েছে বোমাও। নদিয়ায় উদ্ধার হয়েছিল তাজা বোমা।


পুলিশ সূত্রে খবর,   প্রায় ৩৩টি তাজা বোমা উদ্ধার করা হয়েছিল নদিয়ার চাপড়ায়। এ দিন উদ্ধার হওয়া ৩৩টি তাজা বোমা নিষ্ক্রিয় করেছিল বোম্ব ডিসপোজাল স্কোয়াড। প্রথমে বোমা উদ্ধার করে সেগুলি সীমানগর ফরেস্টে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছিল। রামপুরহাটকাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই জেলায় জেলায় পুলিশি তৎপরতা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, পূর্ব বর্ধমানে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র, বোমা, কার্তুজ। 


অপরদিকে, রাজনীতির ময়দানেও বছর শুরু থেকে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে অবধি মাঠে ঘাটে, ভাড়া বাড়িতে বোমা উদ্ধার হয়ে চলেছে। কখনও তা শাসকদলের বিরুদ্ধে আঙুল তুলেছে বিরোধীরা। কখনও তারা আবার নিজেরাই অভিযুক্ত। তবে বোমা উদ্ধারের ঘটনা থামেনি। বরং পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর তা আরও বেগ পেয়েছে। এই বোমা বিস্ফোরণেই একাধিক রাজনৈতিক খুনের সাক্ষী থেকেছে এবার বাংলা। ফাঁকা হয়েছে মায়েদের কোল। তবুও পঞ্চায়েত ভোট শেষ হলেও বোমা পিছু ছাড়েনি পশ্চিমবঙ্গকে। 


আরও পড়ুন, ৫ দিন পর কাটল অচলাবস্থা, আরজি কর মেডিক্যালে নিজের চেম্বারে ঢুকলেন নয়া অধ্যক্ষ