সুজিত মণ্ডল, নদিয়া: রাতের অন্ধকারে যুবকের উপর চড়াও একদল দুষ্কৃতী। ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে চম্পট। নদিয়ায় (Nadia News) ঘটে গেল এমনই ঘটনা। আক্রান্ত যুবক প্রতিবাদী হিসেবে পরিচিত এলাকায়। এক মহিলার প্রতি অভব্য আচরণের বিরুদ্ধে কয়েক মাস আগে প্রতিবাদ জানান। সেই রাগ থেকেই তাঁর উপর হামলা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় মানুষ জন (Nadia Man Attacked)। 


আক্রান্ত যুবক প্রতিবাদী হিসেবে পরিচিত এলাকায়


নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটার সলুয়া গ্রামের ঘটনা। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাতে আড়ংঘাটার সলুয়া মালোপাড়ায় মোটর সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন আক্রান্ত ওই যুবক, ২৬ বছর বয়সি রাজীব বিশ্বাস। সেই সময় সলুয়া ব্রিজের কাছে তাঁর পথ আটকায় কয়েক জন দুষ্কৃতীর একটি দল। তার পর রাজীবের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। 


হামলার পরই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয় বলে জানা গিয়েছে। পরে স্থানীয় বাসিন্দারা সংজ্ঞাহীন অবস্থায় রাজীবকে পড়ে থাকতে দেখেন রাস্তায়। তড়িঘড়ি উদ্ধার করে তাঁকে আড়ংঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয় বাসিন্দারাই। সেখানে শারীরিক অবস্থার অবনতি হয় রাজীবের। এর তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 


আরও পড়ুন: Kuntal Ghosh: পরিচয় ছিল না পার্থর সঙ্গে, ৫০ লক্ষ চেয়েছিলেন তাপসই, মারাত্মক অভিযোগ যুব তৃণমূল নেতা কুন্তলের


এই মুহূর্তে রানাঘাট মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন রাজীব। তাঁর উপর হামলার এই ঘটনায় ফুঁসছেন গ্রামের মানুষ। শনিবার সকালে রাস্তায় নামেন তাঁরা। হামলাকারী দুষ্কৃতীদের শনাক্ত করে, গ্রেফতারির দাবিতে রাস্তা অবরোধ করেন। রানাঘাট থেকে আড়ংঘাটা যাঁয়ার রাস্তা অবরোধ করে রাখা হয়। সলুয়া গ্রামেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা সকলে মিলে। 


রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজীব


বিক্ষোভকারীদের দাবি, গত বছর দুর্গাপুজোয় প্রতিমা নিরঞ্জনের সময় মহিলাদের প্রতি অভব্য আচরণের প্রতিবাদ করেছিল রাজীব। তারই জেরে পুরনো শত্রুতার কারণে রাজীবকে একা পেয়ে মারধর করা হয়েছে। এ দিন সকাল ৯টা থেকে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। পরে পুলিশের আশ্বাসে এক ঘণ্টা ধরে চলা পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। কিন্তু এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে এ বাবেই মাসুল গুনতে হবে কিনা, প্রশ্ন তুলছেন অনেকেই। পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।