প্রদ্যোৎ সরকার, মায়াপুর (নদিয়া): বিয়ে বাড়িতে এসে মায়াপুরে ঘুরতে যাওয়ার পথে নৌকা উল্টে গিয়ে তলিয়ে গেল শিশু সহ মা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার প্রাচীন মায়াপুর চৈতন্য কলোনিতে। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) শ্যামনগর থেকে নবদ্বীপ একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল স্বামী স্ত্রী সহ এক শিশু। 


প্রায় ১২  জন মিলে নৌকো করে ভাগীরথী নদী পেরিয়ে মায়াপুর যাচ্ছিল ঘুরতে সেই সময় ঘাট থেকে কিছুটা দূরে নৌকা উল্টে যায়। ঘাটে স্নান করতে আসা কিছু লোক সবাইকে উদ্ধার করলেও শিশুটি এবং তার মাকে উদ্ধার করা যায়নি। দুজনের খোঁজে ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা তল্লাশি শুরু করেছে। এদিতে মায়াপুরে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কিন্তু এভাবে নৌকা কেন উল্টে গেল, তাও খতিয়ে দেখা হচ্ছে।


শহরে মর্মান্তিক মৃত্যু


সাতসকালে শহরে মর্মান্তিক মৃত্যু (Death)। বেপরোয়া গতির বলি এবার পথচারী। হাসপাতালের সামনেই এই দুর্ঘটনাটি (Accident) ঘটে। যদিও প্রথমে অচৈতন্য অবস্থায় হাসপাতালের (Hospital) সামনেই পড়ে থাকেন ওই মহিলা, এমনটাই জানা যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এভাবে বারবার কেন শহরে পথ দুর্ঘটনা হচ্ছে তার কোনও জবাব নেই। প্রায়ই এভাবে প্রাণ হারাতে হচ্ছে অনেককেই। 


ঠিক কী ঘটেছে? 


ভোরবেলা জোকা ইএসআই (ESI) হাসপাতালের সামনে দুর্ঘটনা। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল মহিলা পথচারীর। পুলিশ (Police) সূত্রে খবর, গাড়ির ধাক্কায় মহিলার মাথায় ও পায়ে গুরুতর আঘাত লাগে। অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়েছিলেন মহিলা। ঠাকুরপুকুর (Thakurpukur) থানার পুলিশ এসে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে (State General Hospital) নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। যদিও এই ঘটনার পর থেকে গাড়ি চালক পলাতক। 


আরো পড়ুন: দলছুট হয়ে রাতভর লোকালয়ে তাণ্ডব, হাতির 'বেয়াদপি' রুখতে তৎপর বন দফতর