সুজিত মণ্ডল ও প্রদ্যোৎ সরকার, নদিয়া : পঞ্চায়েত ভোটপর্ব (Panchayat Election 2023) মিটেছে প্রায় এক পক্ষকাল। কিন্তু ভোট পরবর্তী সন্ত্রাস এখনও থামছে না ! ফের রাজ্যে ঘটল রাজনৈতিক খুন ! বাড়ির দাওয়ায় বসে ভাত খাওয়ার সময় ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। নদিয়ার নাকাশিপাড়ার ঘটনা। মৃতের নাম খবীর শেখ (৪৫)। নির্দল প্রার্থীর (Independent Candidate) সমর্থককে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। 


নদিয়ার নাকাশিপাড়া থানার বীরপুর ১ পঞ্চায়েতের সারবাড়ি এলাকায় যে ঘটনা ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। মৃতের ছেলে সামিউল শেখের অভিযোগ, বাড়ির দাওয়ায় বসে বাবার সঙ্গে ভাত খাচ্ছিলেন তিনি। তখনই তাঁকে এসে ডেকে নিয়ে যায় কয়েকজন। বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরও বাবা বাড়িতে না ফেরায় খুঁজতে বেরিয়েছিলেন। যে সময় কিছুটা দূরের এক বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় খবীর শেখকে পড়ে থাকতে দেখেন তিনি। তাঁকে উদ্ধার করে নিয়ে ছোটা হয় হাসপাতালে। যেখানে চিকিৎসকরা খবীর শেখকে মৃত বলে ঘোষণা করেন। 


সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থীর সমর্থন করার জেরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে বলেই অভিযোগ মৃতের ছেলের। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। তৃণমূল কংগ্রেসের নাকাশিপাড়ার ব্লক সভাপতি কনিষ্ক চট্টোপাধ্য়ায় জানিয়েছেন, ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ নেই। পারিবারিক গন্ডগোলের জেরে ঘটনা ঘটেছে। এখন কিছু হলেই তৃণমূলের দিকে অভিযোগ ওঠে। তবে  তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। 


প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন পর্বে রাজ্যে দেখা গিয়েছে বেলাগাম হিংসা, সন্ত্রাস। মনোনয়ন জমা দেওয়ার দিন থেকে ভোট, তারপর ফল ঘোষণার পরও টানা মৃত্যুমিছিল দেখেছে রাজ্য। যে পর্বে ৩৯ দিনে ৫৫ জনের মৃত্যু হয়েছিল। যা দেখে অনেকে বলছেন, আঠেরোকেও ছাপিয়ে গেছে তেইশ। এ নিয়ে বিভিন্ন মহলে যখন সমালোচনার ঝড় বইছে, তখন মুখ্য়মন্ত্রীর মুখে শোনা গেল অরাজনৈতিক পঞ্চায়েতের কথা ! রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছিল, পঞ্চায়েতে পর্বে রাজ্যে মৃতের সংখ্যা অনেকটাই কম।


                                  


আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডারে এবার মুসলিম মহিলাদেরও হাজার টাকা করে দেওয়ার দাবি, তৃণমূল বিধায়কের মন্তব্যে তরজা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন