উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : লক্ষ্মীর ভাণ্ডারে (Lakshmir Bhandar) এবার মুসলিম মহিলাদেরও হাজার টাকা করে দেওয়ার দাবি ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir)। বিধানসভায় ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের দাবি, 'পশ্চিমবঙ্গে মুসলিম মহিলাদের অবস্থা খারাপ, তাঁরা ভীষণ আর্থিক সঙ্কটে আছেন, রাজ্যে আর্থিক সঙ্কটে থাকা মহিলাদের মধ্যে সবথেকে খারাপ অবস্থা মুসলিম মহিলাদের। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকার বদলে মুসলিম মহিলাদের হাজার টাকা করে দেওয়া হোক। এসসি-এসটি মহিলারা যে টাকা পান, সমপরিমাণ টাকা মুসলিম মহিলাদেরও দেওয়া হোক'।
যাঁরা ৫০০ টাকা করে পান, সেই মহিলাদের ভোট তৃণমূল পায় না, দাবি ডেবরার বিধায়কের। যে মহিলারা হাজার টাকা করে পাচ্ছেন, তাঁরা আমাদের ভোট দেন, দাবি হুমায়ুন কবীরের। যদিও তৃণমূল বিধায়কের যে মন্তব্য ও ভাবনাকে নস্যাৎ করে সমালোচনা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। 'ধর্মের ভিত্তিতে লক্ষ্মীর ভাণ্ডার চলে না, সামাজিক দৃষ্টিকোণ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার পরিচালিত হয়। হুমায়ুন কবীরের উদ্দেশে মন্তব্য নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজার (Sashi Panja)। এধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, প্রতিক্রিয়া শশী পাঁজার।
কয়েকদিন আগেই, রাজ্যে পঞ্চায়েত ভোট সন্ত্রাস নিয়ে, প্রশাসনের দিকে আঙুল তুলে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর। এবার বিধানসভার অন্দরে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডারে মুসলিম মহিলাদের বাড়তি অর্থ দেওয়ার দাবি তুলে শাসক দলকে ফের একবার অস্বস্তিতে ফেললেন তিনি।
যে দাবি করার পথে ডেবরার তৃণমূল বিধায়ক দাবি করেন, এরাজ্যে সংখ্যালঘু মহিলাদের অবস্থা অত্যন্ত খারাপ। প্রতীচী ট্রাস্ট্রের একটি সার্ভে রিপোর্ট বলছে, এখানে মাত্র ১ শতাংশ মুসলিম মহিলা চাকরি করেন। ২৫ থেকে ৩০ শতাংশ কৃষিকাজ ও অন্যান্য কাজের সঙ্গে যুক্ত। যারপরই তিনি দাবি করেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের যেমন ১ হাজার টাকা দেওয়া হয়, তেমনই মুসলিম মহিলাদের কি ১ হাজার টাকা করে দেওয়া সম্ভব ? যা নিয়ে স্পষ্টতই অস্বস্তিতে রাজ্য সরকার।
এরাজ্যে ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে মুসলিম ভোটব্যাঙ্ক তৃণমূৃলের বড় ভরসা। এবার, সেই মুসলিম মহিলাদেরই আর্থিক দুরবস্থা নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ তৃণমূলে বিধায়কই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন