নয়া দিল্লি: ইচ্ছে থাকলে উপায় থাকে। কথাতেই আছে ইচ্ছে করলে মানুষ কী না করতে পারে। তেমনই আর্থিক প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে রেখে ইউপিএসসি (UPSC)-র মতো কঠিন পরীক্ষা সফলভাবে পাশ করে গ্রামে নজির গড়লেন হিমাচল প্রদেশের তরুণা কমল। 


মঙ্গলবারই প্রকাশিত হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) পরীক্ষার ফলাফল। এই পরীক্ষায় ২০৩ স্থান অর্জন করেছেন তরুণা কমল। তবে এই সাফল্য একদিনের নয়। নিরন্তন লড়াই ছিল। বাবা পেশায় সাফাই কর্মী, মা গৃহিণী। 



তরুণা মান্ডি জেলার একটি উপত্যকার একটি ছোট গ্রামের বাসিন্দা। তিনি গত আড়াই বছর ধরে চণ্ডীগড়ে ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে বাড়িতে ছিল খুশির হাওয়া। পরিবার থেকে আত্মীয়রা, এমনকী স্থানীয়রাও তাঁকে অভিনন্দন জানাতে ছুটে আসেন। 


তরুণার পড়াশোনা শুরু মর্ডান পাবলিক স্কুলে। ক্লাস টুয়েলেভ পর্যন্ত সেখানেই পড়াশুনো করেন। এরপর তিনি ভেটেরিনারি চিকিৎসক হিসেবে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। এরপর সিদ্ধান্ত নেন ইউপিএসসি পরীক্ষা দেবেন তিনি। যেমন ভাবা তেমন কাজ। তবে শুরুটা খুব সহজ ছিল না। তিনি জানিয়েছেন প্রাথমিকভাবে ইউপিএসসি-র প্রস্তুতির সময়  মেডিসিন পড়া বাধা হয়ে দাঁড়ায়।


আরও পড়ুন, ১০ বারের চেষ্টায় ৪ বার ইন্টারভিউ, তবুও UPSC-তে ব্যর্থ! কেন থামতে নারাজ কুণাল 


তরুণা কমল বলেন, 'আমার বাবা-মা আমাকে সমর্থন করেছিলেন এবং তাদের সমর্থনের কারণেই আমি সফলতা পেয়েছি'। তবে তাঁদের গ্রামে থেকে, পড়াশুনো করে এতদূরে এগিয়ে যাওয়া মোটেও সহজ পথ ছিল না। তরুণার মতে, গ্রামের মেয়েরা সামনে যেতে এবং বাইরে যেতে ভয় পায়। তাই তিনি চান মেয়েদের জন্য তিনি এমন কিছু করতে চান যা উদাহরণ হয়ে থাকবে। 


দৃঢ়প্রতিজ্ঞা ও মনের জোর থেকে আজ তিনি তা করে দেখিয়েছেন। তরুণার কথায়, "মেয়েদের স্বপ্ন পূরণের জন্য উদ্যোগ নেওয়া গুরুত্বপূর্ণ। আমি যখন ভেটেরিনারি ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছিলাম, তখন আমি বড় কিছু করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং UPSC পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছিলাম। কঠোর পরিশ্রমই সাফল্য অর্জনের একমাত্র চাবিকাঠি। এক শর্টকাটের মাধ্যমে সফল হওয়া যায় না'। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


 


 


Education Loan Information:

Calculate Education Loan EMI