সুজিত মণ্ডল, কল্যাণী: সপ্তাহের প্রথম দিনই রেল অবরোধ (Rail Blockade) শিয়ালদা মেন লাইনে (Sealdah Main Line)। ভোরের প্রথম ট্রেনের দাবিতে কল্যাণী সীমান্ত স্টেশনে (Kalyani simanta station) হকারদের রেল অবরোধ। ভোরের ০৫:০২ মিনিটের ডাউন কল্যাণী সীমান্ত-শিয়ালদা লোকাল (Down Kalyani Simanta- Sealdah Local) চালানোর দাবিতে এদিন ভোর থেকে রেল অবরোধ করেন হকাররা। ৬টার প্রথম টেনে কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে বলে দাবি হকারদের (Hawkers)। ভোরে ট্রেনের (First Train) দাবিতে এদিন রেল অবরোধ করেন হকারদের একাংশ।
ভোরের প্রথম ট্রেনের দাবিতে রেল অবরোধ: এদিন ৬টা থেকে প্রায় ২০ মিনিট শিয়ালদহ - কল্যাণী সীমান্ত শাখার (Kalyani Simanta- Sealdah) কল্যাণী সীমান্ত স্টেশনে (Kalyani simanta station) বিক্ষোভ দেখান হকাররা। তাঁদের দাবি, সকালের প্রথম ট্রেন লকডাউনের (Lockdown) আগে যেমন সব স্টেশনে দাঁড়াত, সেই ব্যবস্থা আবার চালু করতে হবে। এই এলাকায় এমন হকার রয়েছেন যাঁরা ব্যবসা করতে নিত্যদিন শিয়ালদা (Sealdah) সহ মেন লাইনের (Main Section) অন্যান্য জায়গায় যান। এই ট্রেন না চলার ফলে রুটি রুজিতে সমস্যা হচ্ছে। সপ্তাহের প্রথম দিনই এই রেল অবরোধের ফলে সমস্যায় পড়েন যাত্রীরা।
এদিকে বীরভূমের (Birbhum) শান্তিনিকেতনে (Shantiniketan) নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ২ জন নাবালক। বৃহস্পতিবার মেলা থেকে ফেরার পথে শান্তিনিকেতনে (Shantiniketan) নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার ৩ দিন পর ২ অভিযুক্তকে গতকাল রাতে পাড়ুই থেকে গ্রেফতার করে পুলিশ। আজ গ্রেফতার করা হয় ২ নাবালককে। বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, নাবালিকার বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের স্কেচ আঁকানো হয়। তার ভিত্তিতেই গতকাল রাতে প্রথমে পাড়ুই (Parui) থেকে গ্রেফতার করা হয় সুনীল সোরেন ও লক্ষ্মীরাম সোরেনকে।
আরও পড়ুন: Murshidabad News: বঙ্গ বিজেপিতে বিদ্রোহের সুর, দলীয় পদে ইস্তফা একের পর এক নেতার