সুজিত মণ্ডল, নদিয়া: দাঁড়িয়ে থাকা মাল বোঝাই লরিতে ধাক্কা যাত্রীবাহী বাসের (Road Accident)। ঘটনায় আহত প্রায় ২৫ জন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার জেরে যানজট জাতীয় সড়কে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। 


লরিতে ধাক্কা যাত্রীবাহী বাসের: এদিন সকালে কলকাতার দিকে আসছিল যাত্রী বোঝাই বাস। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে ধাক্কা মারে। নদিয়ার (Nadia) হরিণঘাটা থানার ১২নং জাতীয় সড়কের বিরহী ডাকঘরের কাছের ঘটনাটি ঘটে। ঘটনা জেরে প্রায় ২৫ জন বাসের যাত্রী আহত হন। আহতদের মধ্যে বেশিরভাগ কল্যাণী জে এন এম হাসপাতালে চিকিৎসাধীন।  বাকিদের চিকিৎসা চলছে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে। এদিন ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানজট হয় জাতীয় সড়কে। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। পরে হরিণঘাটা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। 


হুগলিতে দুর্ঘটনায় মৃত্যু: এদিকে হুগলির (Hooghly) হরিপালে জাতীয় সড়কে পৃথক দুর্ঘটনায় (Accident) মৃত এক । নাম উত্তম দাস(৫০)। আহত হয়েছেন ২০ জনের বেশি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আসেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি আফজাল আবরার সহ আধিকারিকরা। কিন্তু, কীভাবে দু'টি দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।                   


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে , এদিন সকালে SBSTC-র একটি বাস বর্ধমান থেকে করুণাময়ী আসছিল। হরিপাল থানার অন্তর্গত কানগোই এলাকায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির পেছনে ধাক্কা মারে বাসটি। বাসে কমবেশি ৫০ জন যাত্রী ছিলেন বলে দাবি আহত এক বাস যাত্রীর। দুর্ঘটনায় ২০ জনের বেশি যাত্রীর চোট- আঘাত লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে হরিপাল থানার পুলিশ গুরুতর আহত সাত জন যাত্রীকে উদ্ধার করে সিঙ্গুর গ্ৰামীণ হাসপাতাল পাঠায়। বাসের আহত অন্য যাত্রীদের পরিবারের লোকেরা এসে  চিকিৎসার জন্য তাঁদের অন্যত্র নিয়ে যান।এই ঘটনাস্থলের কিছুটা দূরে ডানকুনি-বর্ধমানমুখী রাস্তায় একটি বাইকের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। দুর্ঘটনায় বাইকে থাকা দুই আরোহী গুরুতর জখম হন । তাঁদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক। মৃতের নাম- উত্তম দাস।


আরও পড়ুন: B.Ed College: পরিকাঠামোয় অনিয়মের অভিযোগ, ভর্তির অনুমোদন বাতিল আড়াইশোর বেশি বিএড কলেজে