সুজিত মণ্ডল, নদিয়া : সাত সকালে পাড়ার মুদিখানা দোকান থেকে ফেরার পথে গৃহবধূকে পিস্তল দেখিয়ে ছিনতাই ! অভিযোগ, দুষ্কৃতী হাতিয়ে নেয় সোনার কানের দুল ও গলার রুপোর চেন। ঘটনাস্থন নদিয়ার শান্তিপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্যামবাজার। সকাল সকাল  ঘটনায় এলাকায় এখনও চাপা আতঙ্ক।


ঘটনার প্রেক্ষাপট
মঙ্গলবার সকালে ঘড়িতে তখন সাড়ে আটটা। বছর ৪০-এর গৃহবধূ রীতা দত্ত পাড়ার মুদিখানা দোকানে চাল কিনতে গিয়েছিলেন। কিন্তু দোকান বন্ধ থাকায় তিনি ফিরে আসেন। জানা গিয়েছে, আগে থেকেই সেখানে মোটরবাইক নিয়ে অপেক্ষা করছিল দুই ছিনতাইকারী। ওই মহিলাকে দেখেই এগিয়ে আসে তারা। মুখে মাস্ক, হাতে পিস্তল। আগ্নেয়াস্ত্র দেখে ভয় পেয়ে যান ওই মহিলা। গায়ের গয়না খুলে দিতে বলে তারা। বাধ্য হয়ে তাই করেন ওই মহিলা। গয়না পেয়েই চম্পট দেয় ওই দুষ্কৃতী। মহিলার অভিযোগ,   ' সব মিলিয়ে আমার প্রায় ১৭ হাজার টাকার গয়না ছিনতাই হয়েছে। ' 

সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় যান ওই মহিলা। তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
অভিযোগ, ফেরার পথে পাড়ার তিন রাস্তার মোড়ে আগে থেকেই ২ যুবক মোটরবাইকে নিয়ে দাঁড়িয়েছিল। সেই সময় হঠাতই মুখে মাস্ক পরা অবস্থায় এক যুবক গৃহবধূকে পিস্তল দেখিয়ে ভয় দেখায়। সে কানের দুল ও গলার চেইন খুলে দিতে বলে। গৃহবধূ রীতা দত্ত বলেন, ' কিছু বুঝে ওঠার আগেই ওই পিস্তল দেখে আমি ভয় পাই। যে কারণে বাধ্য হয়ে কানের সোনার দুল ও গলার রূপোর চেন খুলে ওদের হাতে দিয়ে দিই। তারপর ওরা মুহূর্তের মধ্যে মোটরবাইকে চেপে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ।' 

শান্তিপুরে অশান্তি 
আপাত শান্তিপূর্ণ  শান্তিপুরে এমন ঘটনায় সকলে হকচকিয়ে গিয়েছেন। পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ বসাক বলেন, '' বিষয়টি খুবই নিন্দনীয় ঘটনা আমিও পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানাচ্ছি। পাশাপাশি আমাদের পক্ষ থেকেও ওই এলাকায় যদি কোন সিসিটিভি ক্যামেরা আছে কিনা সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। '' 


ঘটনার পর থেকে কার্যত আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা গৃহবধূ রিংকু দাস বলেন,' ঘটনার পর থেকে ভয়ে রয়েছি। দিনের বেলা পিস্তল দেখিয়ে এভাবে ছিনতাই এর ঘটনা এই এলাকায় আগে হয়নি। '