প্রদ্যোৎ সরকার, নদিয়া : আগামী ১৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর অর্থাৎ ৪৫ দিন বন্ধ রাখা হচ্ছে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু। বছরের শেষ দিন পর্যন্ত নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে যান চলাচল বন্ধ থাকবে বলে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে কোন দিন কোন সময় থেকে কোন সময় পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
জানা গেছে, আগামী ১৫ নভেম্বর থেকে ১৬ নভেম্বর সন্ধ্যে ছটা থেকে সকাল ছটা পর্যন্ত সেঁতুতে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ১৬ নভেম্বর সকাল ছটা থেকে বিকেল ৬টা পর্যন্ত সেঁতুতে যান চলাচল আংশিকভাবে বন্ধ থাকবে। ১৬ নভেম্বর সন্ধ্যে ছটা থেকে ১৭ নভেম্বর সকাল ছটা পর্যন্ত পুনরায় সেঁতু সম্পূর্ণরূপে যান চলাচলের জন্য বন্ধ থাকবে। এরপর ১৭ নভেম্বর সকাল ছটা থেকে ২৭ নভেম্বর সন্ধ্যে ছটা পর্যন্ত আংশিকভাবে সেঁতুতে যান চলাচল বন্ধ থাকবে।
২৭ নভেম্বর সন্ধ্যে ছটা থেকে ২৮ নভেম্বর সকাল ছয়টা পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে সেঁতু। ২৮ নভেম্বর সকাল ছয়টা থেকে ৮ ডিসেম্বর সন্ধ্যে ছটা পর্যন্ত আংশিকভাবে বন্ধ থাকবে সেঁতু।৮ ডিসেম্বর সন্ধ্যে ছটা থেকে ৯ ডিসেম্বর সকাল ছটা পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ৯ ডিসেম্বর সকাল ছটা থেকে ১৯ ডিসেম্বর সন্ধ্যে ছটা পর্যন্ত আংশিকভাবে বন্ধ থাকবে সেঁতু।
১৯ ডিসেম্বর সন্ধ্যে ছটা থেকে ২০ ডিসেম্বর সকাল ছটা পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে সেঁতু। ২০ ডিসেম্বর সকাল ছটা থেকে ৩০ ডিসেম্বর সন্ধ্যা ছটা পর্যন্ত আংশিকভাবে বন্ধ থাকবে যান চলাচল। ৩০ ডিসেম্বর সন্ধ্যা ছটা থেকে ৩১ ডিসেম্বর সকাল ছটা পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে সেঁতু। ৩১ ডিসেম্বর সকাল ছটা থেকে ৩১ ডিসেম্বর সন্ধ্যে ছটা পর্যন্ত আংশিকভাবে বন্ধ থাকবে যান চলাচল নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে। এমনভাবে যান চলাচল বন্ধ থাকলে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলীর সাথে সাময়িক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে নদিয়ার।
এমনকি একদিকে আসাম অন্যদিকে উত্তরবঙ্গ যোগাযোগ ব্যবস্থায় অসুবিধার সম্মুখীন হবে বলেও জানা গেছে। নবদ্বীপ গৌরাঙ্গ সেঁতু সংস্কারের জন্য ইতিমধ্যেই পূর্ত দপ্তরের এক উচ্চপর্যায়ের বৈঠক করা হয়েছে । সূত্র মারফত জানা গেছে। সেই বৈঠকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরের শেষ থেকে নতুন বছরের প্রথম মাস তীর্থ নগরী নবদ্বীপ এবং মায়াপুরে অসংখ্য পর্যটকের ভিড় হয়। সাময়িকভাবে এই গৌরাঙ্গ সেতু বন্ধের ফলে পর্যটকরা অসুবিধা সম্মুখীন হবে তা বলার অপেক্ষায় রাখে না।বৃহস্পতিবার বিকেলে প্রেস মিট করে জানালেন কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার।