সুজিত মণ্ডল, নদিয়া : তেতেপুড়ে যাচ্ছে বঙ্গ। জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যে গরমের ছুটি ফুরিয়েছে। মাথায় গনগনে রোদ নিয়েই স্কুলে আসতে হচ্ছে পড়ুয়াদের। অনেক অভিভাবক আবার শিশুর স্বাস্থ্যের কথা ভেবে স্কুলে পাঠাতে চাইছেন না। এই পরিস্থিতিতে ছাত্রদের কথা ভেবে এক অভিনব উদ্যোগ নিলেন শিক্ষকরা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা নিজেদের অর্থ দিয়ে ক্লাস রুমের জন্য কিনলেন এসি। আর তা দেখে খুশি আর ধরে না পড়ুয়াদের মুখে।
নদিয়ায় তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত। শিশুরাও অসুস্থ হয়ে পড়ছে প্রবল তাপে। এর মধ্যেই গত সোমবার খুলেছে রাজ্যের সমস্ত স্কুল। পঠন-পাঠন শুরু হলেও ভ্যাপসা গরমে ক্লাসরুমে বেশিক্ষণ বসে থাকতে পারছে না পড়ুয়ারা। তাই কচিকাঁচাদের কথা মাথায় রেখে ক্লাসরুমেই এসির ব্যবস্থা করেছে নদিয়ার রাণাঘাটের একটি স্কুল। আর উদ্যোগটা একেবারেই শিক্ষকদের তরফে।
রানাঘাটের হবিবপুরের দোহারপাড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা নিজেদের টাকা দিয়েই ক্লাসরুমের জন্য কিনেছেন একটি এসি। স্কুলে গরমের ছুটি পড়ার আগেই ক্লাসরুমে বসানো হয় ২ টনের এসি-টি। স্কুল খুলতেই এখন খুশির হাওয়া পড়ুয়াদের মধ্যে। বাইরের তাপমাত্রা যখন প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, সে সময় প্রায় ২৪ ডিগ্রির ঠান্ডা হাওয়ায় বসে ক্লাস করতে পারছে ছাত্র-ছাত্রীরা। ঠান্ডা হাওয়া পেয়ে ক্লাসে পড়ুয়াদের উপস্থিতিও বেড়েছে অনেক, দাবি স্কুল কর্তৃপক্ষের।
স্কুল সূত্রে জানা গিয়েছে, দোহারপাড় প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে ছাত্র-ছাত্রী সংখ্যা ৫২ জন। তাদের মধ্যে ২৭ জন ছাত্রী ও ২৫ জন ছাত্র। শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে স্কুলে রয়েছে মোট ৫ জন। শ্রেণিকক্ষের সংখ্যা ২। স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর সরকারের জানালেন, আপাতত একটি ক্লাসরুমে এসির ব্যবস্থা করা হলেও আগামীতে অন্যটিতেও বসানো হবে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র। শুধু তাই নয়, পড়ুয়াদের জন্য স্কুলে স্মার্ট টিভি, ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থা করার কথাও ভাবছেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। সব মিলিয়ে পড়ুয়াদের সরকারি স্কুলমুখী করার উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
গত ২-৩ বছর ধরে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ শোনা গিয়েছে। শিক্ষাক্ষেত্র নিয়ে নানারকম অভিযোগ নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। এরই মধ্যে শিক্ষকদের এই ভাবনা নিঃসন্দেহে মন জয় করে নিয়েছে পড়ুয়া ও অভিভাবকদের।
আরও পড়ুন :
দুপুর গড়াতেই কালো হবে আকাশ, শুরু হবে তুমুল দুর্যোগ, কোন কোন জেলায় আজ বৃষ্টি?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে