সুদীপ্ত আচার্য, নদীয়া: নদিয়ার (Nadia) হাঁসখালিতে গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে (TMC Leader) আনা হল কলকাতায়। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মল্লিকবাজারের (MullickBazar) ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে। গতকাল বাড়ির কাছেই গুলিবিদ্ধ হন বগুলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা অণিমা মণ্ডলের স্বামী সহদেব মণ্ডল। তাঁর মাথায় গুলি লাগে।


নদিয়ার বগুলায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা: রামপুরহাটের বগটুই গ্রামের হত্যালীলার মধ্যেই রাজ্যে ফের শ্যুটআউট। নদিয়ার বগুলায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ। আহত তৃণমূল নেতার নাম সহদেব মণ্ডল।তিনি বগুলা ২নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনিমা মণ্ডলের স্বামী। আহত তৃণমূল নেতার স্ত্রী জানিয়েছেন, সন্ধ্যায় বাড়ির কাছে একটি খেলার মাঠে দাঁড়িয়েছিলেন সহদেব। অন্ধকারের মধ্যে কেউ তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লাগে তাঁর মাথায়। গতকাল রাতে বগুলা গ্রামীণ হাসপাতাল হয়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখান থেকে কল্যাণীর জেএনএম হাসপাতালে (JNM Hospital) নিয়ে যাওয়ার পর রেফার করা হয় কলকাতায়। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির (BJP)।


নদিয়ার হাঁসখালিতে তৃণমূল নেতাকে গুলিকাণ্ডে থমথমে গোটা গ্রাম। এলাকায় পুলিশ পিকেট রয়েছে। গুলিবিদ্ধ তৃণমূল নেতা সহদেব মণ্ডলের পরিবারের অভিযোগ, এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতা সুব্রত বিশ্বাসের হাত রয়েছে। বিজেপি নেতা বছরখানেক ধরে হুমকি দিচ্ছিলেন। দু’ পক্ষের মারামারিও হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না অভিযুক্ত বিজেপি নেতার। গেরুয়া শিবির অবশ্য হামলা-যোগ অস্বীকার করেছে। 


অন্যদিকে, রামপুরহাটের (Rampurhat Fire) নিশ্চিন্তপুর হেলিপ্যাড গ্রাউন্ডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখানেই বেলা সাড়ে ১২টা নাগাদ নামবে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কপ্টার। উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের (West Bengal Police) ডিজি মনোজ মালব্য, পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী-সহ প্রশাসনিক কর্তারা।  সূত্রের খবর, হেলিপ্যাড থেকে ২ কিলোমিটার দূরে সার্কিট হাউসে পৌঁছে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এখান থেকে তিন কিলোমিটার দূরে বগটুই গ্রাম। সেখানে গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী। এরপর আহতদের সঙ্গে কথা বলতে যাবেন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে (Rampurhat Medical College Hospital)। সেখানে ৫ জন ভর্তি রয়েছেন। গতকালই তাঁদের আইসিইউ থেকে বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে।


আরও পড়ুন: Ultadanga Flyover: নিয়ন্ত্রণ হারিয়ে পোস্টে ধাক্কা, উড়ালপুল থেকে ছিটকে খালে পড়ে গুরুতর আহত স্কুটার আরোহী