কৃষ্ণেন্দু অধিকারী: হাটে-বাজারে মিলছে ওএমআর শিট! বেহালার পর নদিয়ার করিমপুর, ফের খোলা জায়গায় ওএমআর উদ্ধার! করিমপুরে হাটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের ওএমআর উদ্ধারে চাঞ্চল্য। 'কেন রাস্তায় পড়ে ওএমআর শিট, সংশ্লিষ্ট সংস্থাকে তলব করা হয়েছে', জানালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।


এর আগে বেহালায়:
এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে এবার বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিট! চুড়িদারের প্যাকেট খুলতেই বেরোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিট (OMR Sheet)! ২০১৬, ২০১৮ সালের ওএমআরশিট ফুটপাতের দোকানে কেন? জল্পনার মধ্যেই ওএমআর শিট সংগ্রহ করল বেহালা থানার পুলিশ। 'এমনটা হওয়ার কথা নয়, কেন হল খতিয়ে দেখা হচ্ছে', বিতর্কের মুখে প্রতিক্রিয়া কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষকের নিয়োগ দুর্নীতি মামলায় বারবার আলোচনায় উঠে এসেছে ওএমআর শিট।
বেহালার ১৪ নম্বর বাসস্ট্যান্ডের পাশে ফুটপাতে চুড়িদারের দোকানে চুড়িদারের ভাঁজে পাওয়া যাচ্ছে। ওএমআর শিট খুলে দেখা যাচ্ছে, সেখানে পরীক্ষকের সই রয়েছে। যে পরীক্ষার্থী তাঁর নাম রয়েছে। উত্তর দেওয়া রয়েছে, সেই ওএমআর শিট পাওয়া যাচ্ছে। নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের যেকোনও ওএমআর শিট পরীক্ষা হওয়ার তিন বছর পর্যন্ত সংরক্ষিত রাখা হয় তারপর নষ্ট করে দেওয়া হয়। সেখানে এই ওএমআর শিট কীভাবে রয়েছে সেই বিষয়েই প্রশ্ন উঠছে। 


বেহালা পশ্চিম বিধানসভা ক্ষেত্র পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নির্বাচনের ক্ষেত্র ছিল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন নিয়োগ দুর্নীতি মামলায় জেলে বন্দি। নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক ব্যক্তি এখন জেলে। উঠে এসেছে OMR শিট দুর্নীতির কথাও। টাকার বিনিময়ে ওএমআর শিটের নম্বর বাড়িয় দেওয়ার ঘটনা সামনে এসেছে। সেই সংক্রান্ত তথ্য প্রমাণও সামনে এসেছে। তাতে যা দেখা গিয়েছে তাতে কার্যত চোখ কপালে ওঠার মতো ব্যাপার। সেই আবহে পোশাকের দোকানে ওএমআর মেলায় ফের শুরু হয়েছে জল্পনা।


ওই ঘটনায় বিক্রেতা বলেছিলেন, 'মার্কেট থেকে কিনছি, সেখানেই কুর্তি-চুড়িদারের মধ্যে ভরে আসছে। এগুলি জামা কাপড়ের মাঝে বোর্ড দেওয়ার জন্য ব্যবহার হচ্ছে।'


এর আগে বীরভূমে শান্তিনিকেতনে একটি কেকের দোকানে দেখা গিয়েছিল ওএমআর। কেকের মোড়ক হিসেবে ব্যবহার করা হয়েছিল ওএমআর শিট। সেই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছিল জল্পনা। 


আরও পড়ুন: ২২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ধৃত বসিরহাটের জেলা স্বাস্থ্য আধিকারিকের দফতরের হিসাবরক্ষক