নয়া দিল্লি: পশ্চিমী দেশগুলি কিছু বিষয়ে ভারতের সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে, একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সোমবার পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সে ভারতীয় অর্থনীতির স্থিতিস্থাপকতা এবং বৃদ্ধি নিয়ে আলোচনার সময়ই একটি প্রশ্নের উত্তরে এই ব্যাখ্যা দেন তিনি। 


ভারতে মুসলিম সংখ্যালঘুদের হিংসার শিকার হতে হচ্ছে এ বিষয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, "ভারতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা রয়েছে। সেই জনসংখ্যা বাড়ছেও৷ ভারতে বসবাসকারী মুসলিমরা বিপন্ন বলে কোনও কোনও মহল থেকে যে দাবি করা হয়, তা ঠিক নয়। যদিও বিপন্নই হত, তবে ১৯৪৭ সালের পর কিভাবে ভারতে মুসলিম সংখ্যা এত বৃদ্ধি পেল?"


বর্তমানে বিশ্ব ব্যাঙ্ক এবং IMF-র বৈঠকে যোগ দিতে মার্কিন সফর করছেন নির্মলা সীতারমন। বৈঠকের ফাঁকে ভারতে বসবাসকারী মুসলিমদের পরিস্থিতি নিয়ে প্রশ্নে মুখে পড়তে হয় তাঁকে। ইসলামাবাদ সংখ্যালঘুদের সুরক্ষা দিতে নারাজ সেকথাও জানান তিনি। ভারতের অন্যান্য সম্প্রদায়ের মতো মুসলিমরাও সমান সুযোগ সুবিধা ভোগ করছেন বলে তথ্য দিয়ে তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা বলেন, 'ভারতে আপনি দেখতে পাবেন প্রতিটি মুসলিম তাদের ব্যবসা করছে, তাদের সন্তানরা শিক্ষিত হচ্ছে। সরকার ফেলোশিপ দেওয়ারও ব্যবস্থা করেছে'। 


আরও পড়ুন, স্বেচ্ছায় ইস্তফা দিলে মিলবে ১ বছরের বেতন, 'প্রস্তাব' গুগল, অ্যামাজনের মতো সংস্থাগুলির


ভারতে বিনিয়োগের ক্ষেত্রে একাধিক সমস্যা রয়েছে বলে ওঠা অভিযোগ নস্যাৎ করেন। পরিস্থিতি সরেজমিন খতিয়ে দেখতে বিনিয়োগকারীদের ভারতে আসার আবেদন জানান তিনি। এরই পাশাপাশি বিশ্ব বাণিজ্যিক সংস্থাকে আরও প্রগতিশীল হওয়ার জন্য আবেদন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, আমি শুধু বলব, আসুন ভারতে কী ঘটছে তা একবার দেখুন।


সম্প্রতি খাদ্য, জ্বালানি এবং আর্থিক সঙ্কট, সবেতেই বিপর্যস্ত পাকিস্তান। এই পরিস্থিতিতে পাকিস্তানের এক যুবকের মুখে শোনা গেল কাতর আর্জি। তিনি প্রার্থনা করছেন নরেন্দ্র মোদিকে যেন পাকিস্তানের প্রধানমন্ত্রী করে দেওয়া হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক ভারতের সঙ্গে তাঁর নিজের দেশ পাকিস্তানের তুলনা করছেন। ওই ভিডিওতে তিনি আক্ষেপ করে বলছেন, ‘যদি পাকিস্তান তৈরিই না হত খুবই ভালো হত।’ ইমরান খান, বেনজির ভুট্টো, শহবাজ শরিফ কাউকে নয়, বরং পড়শি দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৮ বছরের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে চান ওই যুবক।