সুজিত মণ্ডল, রানাঘাট: পথকুকুরদের সঙ্গে ফের নৃশংস আচরণ। বিষ মেশানো খাবার খাইয়ে পাঁচ পথকুকুরকে মেরে ফেলার অভিযোগ। বেশ কিছু দিন ধরেই পর পর এমন একাধিক ঘটনা সামনে এসেছে। তাতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের (Ranaghat News)। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন স্থানীয়রা। 


এলাকার বাসিন্দা তপন মণ্ডলের দিকে অভিযোগের তির


নদিয়া জেলার রানাঘাটের ঘটনা। রায়নগরের কর্মকার পাড়ায় পাঁচ পথকুকুরের মৃত্যু হয়েছে। বিষ মেশানো খাবার খাইয়ে তাদের মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ। এলাকারই বাসিন্দা, তপন মণ্ডলের দিকে অভিযোগের তির। এই এক বারে নয়, গত কয়েক দিন ধরেই তপন এই কাণ্ড ঘটিয়ে আসছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের (Nadia News)। 


স্থানীয়রা জানিয়েছেন, কর্মকার পাড়ার বাসিন্দা তপন। রাস্তায় তাঁকে দেখে চিৎকার করায় খাপ্পা ছিলেন তিনি। সেই রাগ থেকেই তিনি কয়েক দিন আগে ছ'টি কুকুরকে বিষ মেশানো খাবার খাওয়ান বলে অভিযোগ। তার পরই কুকুরগুলি অসুস্থ হয়ে পড়ে। ওই ছ'টি কুকুরের মধ্যে পাঁচটি মারা গিয়েছে বলে জানা গিয়েছে। ষষ্ঠ পথকুকুরটি এখনও অসুস্থ। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। 


আরও পড়ুন: Bankura News: 'বাড়ি ঘেরাও করতে গেলে বিমা করে যাবেন',অভিষেকের আহ্বানের পর পাল্টা বিজেপি বিধায়কের


স্থানীয়রা জানিয়েছেন, বিগত বেশ কিছুদিন ধরেই কর্মকার পাড়ায় একের পর এক পথকুকুর অসুস্থ হয়ে পড়েছে, এমনকি মৃত্যুও হয়েছে বলে। সবক'টি ঘটনাতেই তপন যুক্ত ছিলেন কিনা, সেই সন্দেহও মাথাচাড়া দিচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পথকুকুরদের প্রতি এমন নৃশংস আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার মানুষজন। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছেন যেমন, তেমনই পথকুকুরদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। 


জানাজানি হতেই তপন এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে দাবি স্থানীয়দের


বিষয়টি নিয়ে ইতিমধ্যেই থাানায় অভিযোগ দায়ের হয়েছে। রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন কর্মকার পাড়ারই বাসিন্দা সজল কর্মকার। সরাসরি তপনের বিরুদ্ধেই পথকুকুরদের বিষ মেশানো খাবার খাইয়ে মেরে ফেলার অভিযোগ করেছেন তিনি। বিষয়টি জানাজানি হতেই তপন এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। তবে এই প্রথম নয়। এর আগে, এই রাজ্যে এমন একাধিক ঘটনা সামনে এসেছে। পশুদের প্রতি এমন নৃশংস আচরণের বিরুদ্ধে সচেতনতা তৈরিতেও উদ্যোগী হয়েছেন বিভিন্ন স্তরের মানুষ। কিন্তু তার পরও অপরাধ আটকানো যাচ্ছে না।