সুজিত মণ্ডল, নদিয়া: দুই প্রতিবেশী-সহ শান্তিপুরে (Shantipur) রহস্যজনকভাবে নিখোঁজ তৃণমূল নেতা (TMC Leader Missing)। প্রশাসনের বিরুদ্ধে গড়িমসির অভিযোগে পথে নেমে প্রতিবাদ স্ত্রী ও অনুগামীদের। টায়ার জ্বালিয়ে দফায় দফায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ।চলে শান্তিপুর থানার সামনে বিক্ষোভ। পরিবারের দাবি, ফুলিয়ায় পথ দুর্ঘটনার খবর পেয়ে দুই প্রতিবেশীকে নিয়ে গতকাল বাড়ি থেকে বের হন শান্তিপুর শহর তৃণমূলের এসসি-এসটি-ওবিসি সেলের সভাপতি মনোজ সরকার। তারপর থেকেই তাঁর খোঁজ মিলছে না।শান্তিপুর নিখোঁজ ডায়েরি করে তৃণমূল নেতার পরিবার। পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ তুলে রাতে থানার সামনে চলে বিক্ষোভ। পরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়।


Malda : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অকাল বর্ষণ, সর্ষে ও শীতকালীন সব্জি চাষে ক্ষতির আশঙ্কা


জানা গেছে,   শান্তিপুর কলেজের প্রাক্তন ছাত্র নেতা তথা শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস এসসি-এসটি-ওবিসি সেলের বর্তমান সভাপতি মনোজ সরকারের সঙ্গে গতকাল বিকেল থেকে পরিবারের লোকজন আর যোগাযোগ করতে পারেননি। সঙ্গে ছিলেন মনোজ সরকারের প্রতিবেশী দুই যুবক। এই ঘটনা ঘিরেই  উত্তাল হয়ে ওঠে শান্তিপুর। বিকেলের পর থেকে মনোজ বিশ্বাসের সঙ্গে পরিবারের লোকজন যোগাযোগ করতে পারেননি। পুলিশের যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি তুলে প্রথমে শান্তিপুর থানার সামনে, পরে শান্তিপুর বাইপাসে ৩৪ নম্বর জাতীয় সড়কে রাস্তা অবরোধ করা হয়।


সোনার বিস্কুট সহ গ্রেফতার চার


৭ কেজিরও বেশি সোনার বিস্কুট সহ চারজনকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা। পাশাপাশি, ধৃতদের কাছ থেকে নগদ ১ কোটি ১ লক্ষ ৩৮ হাজার টাকাও উদ্ধার হয়েছে। মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে রাজস্ব গোয়েন্দারা হাসমিচক থেকে বিহারের বাসিন্দা বাবলু কুমার পাসওয়ান ও সনু কুমার রাজ্জক নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে ২ কেজি ৬৭৭ গ্রাম সোনা উদ্ধার হয়। ধৃতদের জিজ্ঞেসাবাদ করে গোয়েন্দারা জানতে পারেন যে, ওই সোনা তারা হিলকার্ট রোডের একটি দোকান থেকে কিনে নিয়ে আসছিল। ধৃতদের সঙ্গে নিয়ে গোয়েন্দারা ওই সোনার দোকানে হানা দিয়ে আলিপুরদুয়ারের বাসিন্দা প্রকাশ বিশ্বাস ও তপন কুমার নামে আরও দু’জনকে গ্রেফতার করেন। ধৃতদের কাছ থেকে আরও ৪ কেজি ৫০০ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার হয়। পাশাপাশি, মোট সাতটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।