সুজিত মণ্ডল, নদিয়া : ভাগীরথীতে (Bhagirathi River) স্নান করতে নেমে বিপত্তি। চার বন্ধু মিলে নেমেছিল নদীতে স্নান করতে। কিন্তু চারজনের কেউই সাঁতার না জানায় ঘনাল প্রবল বিপত্তি। ভাগীরথীতে তলিয়ে গেল ২ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী (Higher Secondary 2022)। নদিয়ার (Nadia) শান্তিপুর (Shantipur) স্টিমারঘাট এলাকার ঘটনা। নিখোঁজ দুই পরীক্ষার্থী, আকাশ সরকার ও রোহন বিশ্বাস দুজনেই শান্তিপুর পুর এলাকার বাসিন্দা। এই মুহূর্তে নিখোঁজ দুই পড়ুয়ার খোঁজে ডুবুরি নামিয়ে চলছে উদ্ধারকাজ। তরতাজা দুই তরুণ এভাবে নদীর জলে তলিয়ে যাওয়ায় গোটা এলাকায় নেমে এসেছে প্রবল শোকের আবহ।


ঠিক কী হয়েছিল


স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল ১১টা নাগাদ ভাগীরথীতে স্নান করতে নামে ৪ বন্ধু। কিছুক্ষণ পর ২জন বন্ধু দেখে আকাশ ও রোহন তলিয়ে যাচ্ছে।বাঁচানোর চেষ্টা করলেও, কোনও লাভ হয়নি। কেউই সাঁতার না জানায় তলিয়ে যায় আকাশ ও রোহন। তলিয়ে যাওয়া দুই বন্ধুর কথা বলতে গিয়ে কার্যত ভেঙে পড়েছে বাকি দুই বন্ধু। তারা জনিয়েছে, দুই বন্ধু নদীর জলে এগিয়ে যাচ্ছে দেখে তাদের বারণ করেছিল শুরুতে। কিন্তু তারা কথা না শোনায় ভয় পেয়ে তারপর স্থানীয়দের ডেকে আনতে যায় তারা। যদিও কিছুক্ষণের মধ্যে তারা ফিরে এসে দেখে ততক্ষণে নদীর জলে তলিয়ে গিয়েছে দুই বন্ধু।


পুলিশ কী জানাচ্ছে


পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ডুবুরি নামিয়ে শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে এখনও ২ ছাত্রের খোঁজ মেলেনি। উচ্চমাধ্যমিক দিচ্ছিলেন দু’জনেই, আচমকা এই দুর্ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। 


আরও পড়ুন- কৃষ্ণনগরে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু ২ স্কুল ছাত্রীর


কিছুদিন আগে দোলের দিন কলকাতার গড়িয়ার ব্রহ্মপুর এলাকাতেও জলে ডুবে মৃত্যু হয় এক কিশোরের। রং খেলে দুপুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু (Drowned to death) হয় ওই কিশোরের (Young boy)। সেদিনই বীরভূমের (Birbhum) দুবরাজপুরের (Dubrajpur) আচার্য পাড়ায় দোল উৎসব (Holi 2022) পালনের পর পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয়েছিল দুই কিশোরের (Youth)