কলকাতা: পরিকল্পনা করে প্রেমে পড়া যায় না, প্রেম নাকি আসে হঠাৎ করে। ঠিক তেমনই প্রেমের ছবিরও নাকি কোনও পরিকল্পনা থাকে না, কোনও গান, কারও মুখ মনে পড়লেই বানাতে ইচ্ছা করে প্রেমের ছবি। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'X=প্রেম'-এর পরিকল্পনাও নাকি এসেছিল এমনই হঠাৎ করে! শুধু কী নতুন ছবি? অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ছবির সঙ্গীতশিল্পী, সবাই নতুন। সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) কথায়, 'নতুনের জোয়ার কখনও পরিকল্পনা করে আসে না, হঠাৎ এসে ভাসিয়ে নিয়ে যায়।'


সামনেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন বাংলা ছবি 'X=প্রেম' (X=Prem)। খিলাৎ বন্দ্যোপাধ্যায়, জয়ী চৌধুরী, অর্ণব দত্ত ও অদিতি দত্তের জীবনের ওঠাপড়ার গল্পই বলবে সৃজিতের নতুন ছবি। মুখ্য দুটি ভূমিকায় অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত ও শ্রুতি দাস। এছাড়াও এই ছবিতে রয়েছেন মধুরিমা বসাক ও অর্জুন চক্রবর্তী। ছবির সুরের দায়িত্বেরও সিংহভাগ অংশে রয়েছে নতুনরা।


আরও পড়ুন: 'ভয়ঙ্কর', সারার গান শুনে মন্তব্য ইব্রাহিমের, 'সহোদর দিবস'-এ ভাইবোনের খুনসুটি ভাইরাল


 


নতুন মুখ কেন?


একঝাঁক নতুন মুখ, কাজ করার অভিজ্ঞতা কেমন হল? সৃজিত বলছেন, 'কাজেরও বয়স হয়। কাজেও শ্যাওলা পড়ে, বুড়িয়ে যায়। কোথাও গিয়ে নতুন রক্তের চাহিদা তৈরি হয়। ড্রাকুলারা যেমন রক্ত খেয়ে চিরযৌবন লাভ করে, আমার ছবিও যেন এক ধরনের ড্রাকুলা, আমি নই..' কথা থামিয়ে হেসে ফেললেন সৃজিত। তারপর বললেন, 'আমার ছবি নতুনদের থেকে তারুণ্য নিয়ে যেন চিরযৌবন লাভ করল। আমি এভাবেই বিষয়টা দেখি।'


কেবল টলিউড নয়, বলিউডেও কাজ করছেন সৃজিত। কোনও অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে? সৃজিত বলছেন, 'ইচ্ছা তো নতুন পুরনো মিলিয়ে অনেকের সঙ্গেই রয়েছে। আমি আসলে খুব চিত্রনাট্য দ্বারা চালিত হই। যেমন, 'X=প্রেম'। এই ছবিতে আবীর (চট্টোপাধ্যায়), পরম (পরমব্রত চট্টোপাধ্যায়), অনির্বাণ (ভট্টাচার্য্য), যীশু (সেনগুপ্ত) হত না। আমাদের বুঝতে হবে ইউনিভার্সিটি, কলেজ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। আমাদের আর কচি সাজার জায়গা নেই। চিত্রনাট্যের তাগিদে নতুনদের আনতেই হবে আমাদের।'