সুজিত মণ্ডল, নদিয়া : ফেসবুকে (Facebook) ভোটসন্ত্রাস নিয়ে কবিতা পোস্ট করায় স্থানীয় এক কবিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শান্তিপুর থানায় (Shantipur Police Station) অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যক্তি। যদিও তৃণমূল (TMC) হামলার অভিযোগ অস্বীকার করেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 


ফের শাসকের রোষে শিল্প ! সেই ট্র্যাডিশন সমানে চলেছে । রানাঘাটের পর এবার শান্তিপুর। নাট্যকর্মীর পর এবার প্রহৃত কবি। শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরের বাসিন্দা ৩৪ বছরের কল্লোল সরকার। একাধিক সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন। নিজের লেখা কয়েকটি বইও রয়েছে তাঁর। কল্লোলের দাবি, গত ২৫ জুন 'বিদ্রোহ' নামে একটি কবিতা সোশাল মিডিয়ায় পোস্ট করেন। তার জেরেই গত ২৫ জুলাই তৃণমূলের আক্রমণের মুখে পড়েন তিনি।


আক্রান্ত কবি কল্লোল সরকারের অভিযোগ, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) ভোট না দিতে পারার যন্ত্রণা তাড়া করে বেড়াচ্ছিল। তাই এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে কবিতার মাধ্যমে প্রতিবাদের সেই ভাষা তুলে ধরতে চেয়েছিলাম। সোশাল মিডিয়ায় কবিতা পোস্ট হতেই শাসকদলের রোষের মুখে পড়তে হয়েছে।


ওইদিনই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে (Shantipur State General Hospital) চিকিৎসা করিয়ে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন কল্লোল। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানা। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। ঘটনা নিয়ে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদক সোমনাথ কর বলেছেন, 'তৃণমূল বাহিনীর আক্রমণের হাত থেকে কবি, সাহিত্যিক, শিল্পীরা কেউই বাদ যাচ্ছেন না। ঘটনার তীব্র নিন্দা জানাই।' শান্তিপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেছেন, 'বিষয়টি শুনেছি। ঘটনাটি দুর্ভাগ্যজনক। তৃণমূল কংগ্রেস কখনোই এই ধরনের ঘটনাকে সমর্থন করে না। বিষয়টি সম্পূর্ণ খোঁজ নিয়ে দেখছি।'


গত ৯ এপ্রিল রাতে কবি ভারভারা রাওয়ের লেখা কবিতার উপর ভিত্তি করে, 'কসাই' নামে নাটক মঞ্চস্থ করেন রানাঘাটে নাট্যকর্মী নিরুপম ভট্টাচার্য। নাটকে রূপকের মাধ্য়মে তুলে ধরা হয়, হাথরস, বগটুই এবং হাঁসখালির ঘটনা। সে কারণেই ওই নাট্যকর্মীকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও হুমকি, হামলার অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা।


আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডারে এবার মুসলিম মহিলাদেরও হাজার টাকা করে দেওয়ার দাবি, তৃণমূল বিধায়কের মন্তব্যে তরজা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন