প্রদ্যোৎ সরকার, নদিয়া: উপযুক্ত পরিষেবা না পেয়ে বিক্ষোভ, হাসপাতাল ভাঙচুরের নজির রয়েছে ভূরি ভূরি। দু’দিন অন্তর অন্তরই তা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে দেখা যায়। কিন্তু নদিয়ায় একেবারে উল্টো ঘটনা ঘটল। সরকারি নির্দেশে হাসপাতালের সুপারের বদলির বিরুদ্ধে রাস্তায় নামলেন সাধারণ মানুষ (Protest Against Hospital Super's Transfer)।


নদিয়া (Nadia News) জেলার তেহট্ট মহকুমা হাসপাতালের (Tehatta Hospital) সুপার বাসুদেব মণ্ডল। সম্প্রতি সেখান থেকে বদলির নির্দেশ পেয়েছেন তিনি। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার রাস্তায় নামেন সাধারণ মানুষ। জানান, সুপারকে বদলি করা যাবে না কিছুতেই।


এ দিনের প্রতিবাদ কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি সামিল ছিলেন হাসপাতালের কর্মী, এমনকি অ্যাম্বুল্যান্স চালকরাও। পথ অবরোধ করে বিক্ষোভ দেখান সকলে মিলে। বাসুদেববাবুর হাত ধরে এলাকার চিকিসা পরিষেবার হাল ফিরেছে, দুশ্চিন্তামুক্ত হয়েছেন মানুষ। তাই এলাকাবাসীর স্বার্থে তাঁকে বদলি করা যাবে না বলে দাবি তোলেন সকলে।


আরও পড়ুন: Birbhum News: আলুর বস্তার নীচে ঢাকা দিয়ে পাচার, গোপন অভিযানে উদ্ধার ৪৫০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ


এবিপি আনন্দের ক্যামেরার মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। জানান, বাসুদেববাবু দায়িত্বে আসার পর ওই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার হাল ফিরেছে। আমূল বদলে গিয়েছে সবকিছু। আগের থেকে সেখানকার চিকিৎসা পরিষেবার উন্নতি ঘটেছে অনেক। আগে কঠিন রোগ হলে অনেক দূরে যাত্রা করতে হত মানুষকে, কিন্তু এখন হাসপাতালেই কঠিন ব্যাধির চিকিৎসা হচ্ছে। দিব্যি জটিল অস্ত্রোপচার হচ্ছে হাসপাতালে। সব ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে।


বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন যে, বাসুদেববাবু ছিলেন বলেই হাসপাতালের পরিকাঠামোর উন্নতি হয়েছে। কিন্তু কিছু অসাধু চিকিৎসক এবং বেসরকারি নার্সিংহোমের জন্য তাঁকে বদলি করা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে। এই সিদ্ধান্ত কোনও ভাবেই মানা হেব না বলে জানান সকলে। একই সঙ্গে জানিয়ে দেন যে, যত ক্ষণ পর্যন্ত হাসপাতালের সুপারের বদলির নির্দেশ প্রত্যাহার না হচ্ছে, তাঁকে রাখার প্রতিশ্রুতি না দিচ্ছে সরকার, তত ক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবে।