লন্ডন: তৃতীয় ভারতীয় পুরুষ শাটলার হিসেবে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের (All England Open Badminton Championships) ফাইনালে পৌঁছলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। আজ সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন মালয়েশিয়ার (Malaysia) লি জি জিয়াকে (Lee Zii Jia) হারিয়ে দিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী লক্ষ্য। তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-১৩, ১২-২১, ২১-১৯। দ্বিতীয় গেম হেরে যাওয়ার পরেও নিজের লক্ষ্য থেকে সরে যাননি এই ভারতীয় শাটলার। মাথা ঠান্ডা রেখে নির্ণায়ক তৃতীয় গেম জিতে ম্যাচ নিজের দখলে নেন তিনি।


প্রকাশ পাড়ুকোন (Prakash Padukone) ও পুল্লেলা গোপীচন্দের (Pullela Gopichand) পর তৃতীয় ভারতীয় পুরুষ শাটলার লক্ষ্য, যিনি এই অভিজাত প্রতিযোগিতার ফাইনালে উঠলেন। এখনও পর্যন্ত মাত্র দু’জন ভারতীয় এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। তাঁরা হলেন প্রকাশ পাড়ুকোন ও পুল্লেলা গোপীচন্দ। ভারতের মহিলা শাটলারদের মধ্যে একমাত্র সাইনা নেহওয়াল (Saina Nehwal) ২০১৫ সালে অল ইংল্যান্ডের ফাইনালে পৌঁছন। তবে তিনি চ্যাম্পিয়ন হতে পারেননি।


গত কয়েকমাসে অসাধারণ ফর্মে আছেন লক্ষ্য। এ বছরের জানুয়ারিতে প্রথমবার ইন্ডিয়া ওপেন (India Open) চ্যাম্পিয়ন হন তিনি। এরপর গত সপ্তাহেই জার্মান ওপেনের (German Open) ফাইনালে পৌঁছন তিনি। এবার তাঁর সামনে তৃতীয় ভারতীয় হিসেবে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ জয়ের হাতছানি।


আজ সেমিফাইনালের শুরুটা দারুণভাবে করেন লক্ষ্য। প্রথম গেমে তিনি একসময় ১১-৭ এগিয়ে যান। এরপর তিনি আর প্রতিপক্ষকে কোনও সুযোগ দেননি। ২১-১৩ ফলে প্রথম গেম জিতে এগিয়ে যান এই ভারতীয় শাটলার।


গতবারের অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন লি অবশ্য প্রথমে গেম হেরে পিছিয়ে পড়েও দমে যাননি। দ্বিতীয় গেম জিতে ম্যাচে ফিরে আসেন তিনি। একসময় ১১-৩ ফলে এগিয়ে যান লি। ৫-১৬ ফলে পিছিয়ে থাকা অবস্থায় পরপর পাঁচ পয়েন্ট জিতে ম্যাচে ফেরার চেষ্টা করেন লক্ষ্য। তবে শেষপর্যন্ত ২১-১২ ফলে গেমটি জিতে নেন মালয়েশিয়ার শাটলার।


তৃতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে শেষপর্যন্ত আক্রমণাত্মক খেলার মাধ্যমে জয় ছিনিয়ে নেন লক্ষ্য। তাঁর পক্ষে এই গেমের ফল ২১-১৯।