নয়াদিল্লি: একের পর এক রাজ্যে ধরাশায়ী হয়ার পর আত্মসমীক্ষায় ব্যস্ত দল। লাগাতার ব্যর্থতার জন্য আঙুল উঠছে তাঁর দিকেও। সেই নিয়ে তরজার মধ্যেই নাম না করে নরেন্দ্র মোদি সরকারের (Narendra Modi Government) বিরুদ্ধে আক্রমণে শান দিলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। সুখী দেশের তালিকায় (World Happiness Report  Rank) ভারত নীচের দিকে জায়গা পাওয়ায় কেন্দ্রকে কটাক্ষ করলেন তিনি। তাঁর মতে, সুখ, শান্তি, স্বাধীনতার নিরিখে যতই নেমে যাক না কেন, ঘৃণা এবং ক্ষোভের তালিকায় শীঘ্রই শীর্ষে জায়গা করে নেবে ভারত।


রাষ্ট্রপুঞ্জের (United Nations) দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং সুরাহা নেটওয়ার্ক সম্প্রতি ‘ওয়র্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’ সমীক্ষা প্রকাশ করেছে। কোন দেশের মানুষ সবচেয়ে সুখী, এক থেকে ১৫০ পর্যন্ত ক্রমান্বয়ে তার তালিকা প্রকাশ করেছে তারা। নাারিছু আয়, সরকারি সুযোগ-সুবিধা, গড় আয়ু, উদারতা, নিজের মর্জি অনুযায়ী জীবনধারণের অধিকার, দুর্নীতিমুক্ত সমাজে, সব কিছু বিবেচনা করে তালিকা তৈরি করা হয়। তাতে ১৩৬তম স্থানে রয়েছে ভারত।


সেই নিয়েই শনিবার কেন্দ্রকে কটাক্ষ করেন রাহুল। টুইটারে লেখেন, ‘ক্ষুধা তালিকায় ১০১, স্বাধীনতার তালিকায় ১১৯, সুখী দেশের তালিকায় ১৩৬ নম্বরে। কিন্তু শীঘ্রই ঘৃণা এবং ক্ষোভের তালিকায় শীর্ষে পৌঁছে যাব আমরা।’ নিজের টুইটের সঙ্গে সুখী দেশের তালিকায় ভারতের অবস্থানের একটি ছবিও প্রকাশ করেন রাহুল, যাতে পড়শি দেশ নেপাল, বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কারও নীচে রয়েছে ভারত।আফগানিস্তান রয়েছে ভারতের দশ ধাপ নীচে।



আরও পড়ুন: AIMIM Updates: তিন চাকার অটো নয়, বিজেপি-র বিরুদ্ধে চার চাকার গাড়ি! ওয়েইসির দলের জোট প্রস্তাব ফেরাল শিবসেনা


সুখী দেশের তালিকায় এ বারও শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। এই নিয়ে পর পর পঞ্চম বার শীর্ষ স্থান পেল তারা। প্রথম দশে তার ঠিক পরেই যথাক্রমে রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইৎজারল্যান্ড, হল্যান্ড, লাক্সেমবার্গ, সুইডেন, নরওয়ে, ইজরায়েল এবং নিউজিল্যান্ড। আমেরিকা ১৬, ব্রিটেন ১৭ এবং ফ্রান্স ২০তম স্থানে রয়েছে।


এর আগে, গত বছর যদিও সুখী দেশের তালিকায় ১৩৯তম স্থানে ছিল ভারত। এ বার তার থেকে তিন ধাপ এগিয়েছে। তবে ভারতের থেকে ঢের এগিয়ে রয়েছে প্রায় সব প্রতিবেশি দেশগুলিই। তালিকায় নেপাল ৮৪, বাংলাদেশ ৯৪, পাকিস্তান ১২১ এবং শ্রীলঙ্গা ১২৭তম স্থানে রয়েছে।