সুজিত মণ্ডল, হাঁসখালি (নদিয়া): হাঁসখালিতে নাবালিকা ধর্ষণ কাণ্ডের (rape case) প্রতিবাদে আগামীকাল অর্থাৎ সোমবার ১২ ঘণ্টা বনধের (strike) ডাক দেওয়া হল। হাঁসখালি থানা এলাকায় বনধের ডাক দিল বিজেপির (BJP) নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা। 


হাঁসখালিতে ধর্ষণকাণ্ডের প্রতিবাদ


নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে মদ খাইয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে। ধর্ষণের পরের দিন মৃত্যু হয় নাবালিকার। থানায় না জানাতে নাবালিকার পরিবারকে চাপ দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে আটক করেছে পুলিশ। 


ঠিক কী হয়েছিল?


নদিয়ার হাঁসখালিতে জন্মদিনের পার্টিতে ডেকে নাবালিকাকে ধর্ষণ, পরে মৃত্যু। গুরুতর অভিযোগ উঠল তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। নাবালিকার এই পরিণতি মানতে পারছে না হাঁসখালি। নির্যাতিতার পরিবারের দাবি, গত সোমবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলের আমন্ত্রণে তাঁদের বাড়িতে যায় নাবালিকা। জন্মদিনের পার্টিতে ডেকে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, অপরিচিত মহিলাকে দিয়ে নাবালিকাকে বাড়ি পাঠায় অভিযুক্ত। 


অত্যাধিক রক্তপাতে পরের দিন ভোরে নাবালিকার মৃত্যু হয়। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলের আলাপ ছিল নাবালিকার। সেই সূত্রে শাসক নেতার ছেলের জন্মদিনের পার্টিতে যায় সে। শনিবার তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। তাদের অভিযোগ, থানায় জানালে ফল ভাল হবে না বলে হুমকি দেয় তৃণমূল নেতার পরিবার। 


আরও পড়ুন: Nadia News : মর্মান্তিক, স্নানে নেমে ভাগীরথীতে তলিয়ে গেল দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী


নির্যাতিতার বাবা বলেন, "সমর গয়ালির ছেলের জন্মদিনে আমার মেয়ে যায়। মেয়েকে নেশা করিয়ে ওই অবস্থায় বাড়িতে রেখে যায়। পরে জানতে পারি। ভোর চারটের দিকে মারা যায়। নেশা করিয়ে রেপ করেছে। দেহটা শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিই। তখন ভয় দেখায়। ভয় দেখাচ্ছিল। যারা করেছে তারাই ভয় দেখায়, বলে যদি কিছু করে বাড়িঘর পুড়িয়ে দেব। চাইছি তার ফাঁসি হোক। তারা ধর্ষণ করে মেরেছে। নেশা করিয়েছে। জন্মদিনে ডেকে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে।'