সুজিত মণ্ডল, কল্যাণী (নদিয়া) : কল্যাণীর বিজেপি বিধায়ক (Kalyani BJP MLA) অম্বিকা রায়ের (Ambika Roy) নামে হুমকি পোস্টার। পোস্টারে লেখা, অম্বিকা রায় হুঁশিয়ার, সঠিকভাবে কাজ করুন। তৃণমূলের বিরুদ্ধে পোস্টার দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
মাসখানেক আগে বিজেপির হোয়াটঅ্যাপ গ্রুপ (Whatsapp Group) থেকে বেরিয়ে গিয়েছিলেন অম্বিকা রায়। আর এবার কল্যাণীর সেই বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অফিসের বাইরের পাঁচিলে দেখা গেল হুমকি পোস্টার।
পোস্টারে লেখা, অম্বিকা রায় হুঁশিয়ার, সঠিকভাবে কাজ করুন, আপনার কাছে সময় খুব কম আছে, সাবধান। যদিও কারা পোস্টার দিয়েছে, তার উল্লেখ করা হয়নি। তবে পোস্টার ঘিরে শুরু হয়ে গেছে দোষারোপের পালা! পোস্টার দেওয়ার নেপথ্যে রয়েছে তৃণমূল, অভিযোগ বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের। তিনি বলেন, তৃণমূলের লোকেরা পোস্টার দিয়েছে।
আরও পড়ুন ; সায়ন্তনের পর আরও ‘বিদ্রোহ’, বিজেপি-র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন একাধিক বিধায়ক
যদিও কল্যাণী টাউন তৃণমূল কংগ্রসের সভাপতি অরূপ মুখোপাধ্যায় বলেন, অম্বিকা রায় নামে কোনও বিধায়ক আছেন, সেটা মানুষ ভুলে গেছে। মিথ্যে অভিযোগ করছে নিজের গুরুত্ব বাড়াতে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে কল্যাণী কেন্দ্রে তৃণমূলের অনিরুদ্ধ বিশ্বাসকে হারিয়ে বিধায়ক হন অম্বিকা রায়। সূত্রের খবর, নতুন রাজ্য কমিটিতে মতুয়া সম্প্রদায়ের কোনও প্রতিনিধি নেই। এই কারণ দেখিয়ে গ্রুপ ছেড়েছিলেন অম্বিকা সহ ৫ বিজেপি বিধায়ক।
পুরভোটের আগে, যখন বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব চরমে, তখন বিজেপি বিধায়কের নামে পড়া এই হুমকি পোস্টার ঘিরেই এখন বিতর্ক তুঙ্গে।
প্রসঙ্গত, নতুন রাজ্য কমিটিতে মতুয়া সম্প্রদায়ের কোনও প্রতিনিধি না থাকায় দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন একসঙ্গে ৫ জন বিধায়ক। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরে আসেন গাইঘাটার বিধায়ক ও মতুয়া ঠাকুরবাড়ির সদস্য সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী এবং হরিণঘাটার বিধায়ক অসীম সরকার।