প্রদ্যোৎ সরকার ও হিন্দোল দে, নদিয়া: নদিয়ার (Nadia) নাকাশিপাড়ায় খুন তৃণমূলকর্মী (TMC)। তৃণমূলকর্মীকে গুলি করে খুনের অভিযোগ পরিবারের। নিহত তৃণমূলকর্মীর নাম মাতিয়াজুল দফাদার। ঘটনায় আরও ২ তৃণমূল কর্মী গুলিবিদ্ধ। গতকাল রাতে নাকাশিপাড়ায় বাম-কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ। আজ সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মাতিয়াজুল দফাদারের বাড়িতে ঢুকে গুলি চালায়। এলাকায় বাম-কংগ্রেসের দাপট বাড়ার নেপথ্যে মাতিয়াজুলদের মদত রয়েছে, এই অভিযোগ তুলে হামলা, দাবি পরিবারের। এর আগে ১৪ অগাস্ট নাকাশিপাড়ায় ছররা গুলিতে আহত হন শিশু, মহিলা-সহ ১৫ জন।
প্রাক্তন তৃণমূল সদস্য ও আক্রান্ত মিন্টু দফাদার বলেন, 'হঠাৎ ওঁরা ঘেরাও করে এসে আমাদের গুলি। পালাবার টাইম পাইনি। আমার ভাইটাকে আমার চোখের সামনে গুলি করে মেরে ফেলল।' যারা হামলা চালিয়েছে তাঁরা তৃণমূল (TMC) দলই করে বলে দাবি করেছেন তিনি।
এই হামলায় অভিযোগ উঠেছে তৃণমূলেরই পঞ্চায়েত (Panchayat Election) সদস্যের ভাই-সহ তিন জনের বিরুদ্ধে। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মিন্টু দফাদার, যাঁর পায়ে গুলি লেগেছে, তিনি ধনঞ্জয়পুর গ্রাম পঞ্চায়েতের ধাপারিয়ার প্রাক্তন তৃণমূল সদস্য ছিলেন। কিন্তু সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে তাঁকে আর টিকিট দেয়নি দল। তাঁর পরিবর্তে সেই আসন থেকে জয়ী হন ইয়াদ আলি শেখ। আক্রান্তের অভিযোগ, এলাকায় বাম-কংগ্রেসের (Congress) দাপট বাড়ার নেপথ্যে দফাদার পরিবারের মদত রয়েছে বলে দাবি করে মঙ্গলবার তাঁদের গালিগালাজ করে বর্তমান তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাই হায়দর আলি শেখ। অভিযোগ, বুধবার সকালে তাঁদের বাড়ি ঘিরে গুলি চালানো হয়।
নাকাশিপাড়ার থানার (Nakashipara Police Station) পুলিশ তদন্ত শুরু করেছে, পুলিশের দাবি মাতিয়াজুল গুলিবিদ্ধ হননি। ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তাতেই তাঁর মৃত্যু হয়েছে। মাতিয়াজুলের দাদা মিন্টু দফাদারের পায়ে গুলি লেগেছে, তিনি এখন চিকিৎসাধীন। তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্বেই এই ঝামেলা বলে জানিয়েছে পুলিশও। এই ঘটনায় তৃণমূল বর্তমান পঞ্চায়েত সদস্যের ভাই-সহ ৩ জনের বিরুদ্ধে নাকাশিপাড়া থানায় খুনের অভিযোগ দায়ের হয়েছে।
পঞ্চায়েত ভোটের আগে থেকেই চলছে তৃণমূলের সন্ত্রাস, অভিযোগ সিপিএমের। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বুধবার দুপুর পর্যন্ত অভিযুক্তরা অধরা।
আরও পড়ুন: ধূপগুড়ি উপনির্বাচনে মোতায়েন ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী