নদিয়া: গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র নদিয়ার ধানতলা। অভিযুক্তদের মারধরের খবর পেয়ে, ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের খণ্ডযুদ্ধ। পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি, ২ পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন বলেও অভিযোগ।


গ্রামবাসীদের পাল্টা অভিযোগ, গন্ডগোলের সময় পুলিশের গাড়ির চাকায় ৩ জন পিষ্ট হন। আহতদের মধ্যে ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়। বাকি ২ আহত রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। গতবছর ডোমজুড়ের (Domjur) পাকুড়িয়ায় গরু চোর সন্দেহে লাইট পোস্টে বেঁধে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছিলল স্থানীয়দের বিরুদ্ধে। পরে তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে (Howrah District Hospital)  ভর্তি করেছিল পুলিশ। মারধর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছিল। 


 গরু পাচারকাণ্ড নিয়ে তোলপাড় চলছে রাজ্যজুড়ে। একযোগে তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এবং ইডি। গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল ও তাঁর দেহরক্ষী সায়গল হোসেন। মূলত এই গরুপাচারকাণ্ডে শুধু অনুব্রতই নন, আরও একাধিক হেভিওয়েটদের নাম জড়িয়েছে। এমনকি গ্রেফতার হয়েছেন অনুব্রত কন্য সুকন্যাও। আরও নাম প্রকাশ্যে আসতে পারে বলে চাপান উতোর রাজনৈতিক মহলেও। এই ইস্যুতে শাসকদলকে কম তোপ দাগেননি বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ-সহ বামেদের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তীও। দিলীপ ঘোষ একাধিকবার বলেছেন, চুনোপুটিদের না ধরে রাঘবোয়ালদের ধরার কথা। কে আসল মাথা, তাঁদের নাম প্রকাশ্যে আনতে বলেছেন।  


এই পরিস্থিতিতে এবার গরু চোর সন্দেহে ডোমজুড়ে লাইট পোস্টে বেঁধে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছিল গ্রামবাসীদের বিরুদ্ধে। ম্যাটাডোরেও আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ডোমজুড়ের এক বাসিন্দা বলেছিলেন, 'গত কয়েকদিন ধরে ডোমজুড়ের পাকুড়িয়ায় কয়েকজনের বাড়ি থেকে গরু চুরি হচ্ছিল।'


আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


পুলিশ সূত্রে খবর, ডোমজুড়ের পাকুড়িয়ায় ভোররাতে ম্যাটাডোর নিয়ে গ্রামে ঢোকে ৪ জন। অভিযোগ, তাঁরা একটি গরুকে দড়ি দিয়ে বেঁধে ম্যাটাডোরে তোলার চেষ্টা করছিলেন। সেইসময় স্থানীয়রা একজনকে ধরে ফেললেও, বাকি ৩ জন পালিয়ে যান। এরপর ধৃতকে লাইট পোস্টে বেঁধে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা।  পরে তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মারধর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৬ গ্রামবাসীকে আটক করা হয়েছিল।