গৌতম মণ্ডল, নামখানা: কোটা আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশের পরিস্থিতি (Bangladesh Unrest)। তারপর আস্তে আস্তে তা সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। যার জেরে বুধবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন শেখ হাসিনা। তারপরও পরিস্থিতির উন্নতি হয়। হাসিনা পদত্যাগ করার পরপরই বাংলাদেশ ছাড়তে আরম্ভ করে ছোট-বড় আওয়ামি লিগের প্রায় সমস্ত নেতা-নেত্রী। যার মধ্যে বেশিরভাগ আশ্রয় নিয়েছেন ভারতে। 


আরও পড়ুন: Malda News: চোরাচালান রোখায় অস্ত্র নিয়ে হামলা, পাল্টা গুলি চালিয়ে দুষ্কৃতী তাড়ালেন মহিলা BSF জওয়ান


আর এর মাঝেই গত ২৪ ঘণ্টায় অশান্তির ঝাঁঝ আরও বেড়েছে বাংলাদেশে। এই সময়ের মধ্যেই বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। উল্টো দিকে মৃত্যু হয়েছে ১৩৫ জনের বেশি মানুষের। বাংলাদেশের সেনাবাহিনী অবস্থা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও হিংসাত্মক ঘটনার ফলে এখনও পর্যন্ত প্রায় ১৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


এই পরিস্থিতিতে জলপথের সাহায্যে কেউ যাতে বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশ করতে না পারে তার জন্য কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন ও উপকূলরক্ষী বাহিনীরা। ইতিমধ্যেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরে সুন্দরবনের জলপথে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সুন্দরবনের সব জলপথে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদী আন্তর্জাতিক জলপথের অংশ। ওই এলাকাতেও চলছে জোর তল্লাশি। 


আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee: 'কী রেখে গেলাম রাজনীতিতে, আমাদের তো ঘৃণা করবে তরুণরা!' রাজনীতিতে কুকথার ফোয়ারা নিয়ে যা বলেছিলেন বুদ্ধদেব


বৃহস্পতিবার নামখানার ওসি বিভাস সরকার বাংলাদেশি পণ্যবাহী বার্জগুলিতে তল্লাশি চালান। সেই সঙ্গে বার্জগুলিতে থাকা নাবিকদের বিস্তারিত তথ্য নেন। এই পরিস্থিতিতে যে কোনও রকম অনুপ্রবেশ আটকানোই বড় চ্যালেঞ্জ পুলিশের। দেশে অশান্ত পরিস্থিতির জন্য সপ্তাহখানেক ধরে নামখানাতে আটকে রয়েছে বাংলাদেশী বার্জগুলি। বর্তমানে তাঁদের পরিবারের সদস্যরা কেমন আছেন তা নিয়ে দুশ্চিন্তা আটকে থাকা নাবিকরা। সেখানকার উত্তাল পরিস্থিতির মধ্যে তাঁরা কীভাবে রয়েছেন, কী করছেন তাই এখন ভাবাচ্ছেন নাবিকদের। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Buddadeb Bhattacharyya Death: "যাঁরা সুস্থভাবে রাজনীতি করেন বুদ্ধদার চলে যাওয়া তাঁদের কাছে বড় ক্ষতি", স্মৃতিচারণ অশোক ভট্টাচার্যের