বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি পড়ার আগেই নন্দীগ্রামে শুরু দেওয়াল লিখন নিয়ে তরজা । সিপিএমের দেওয়াল লিখন মোছা নিয়ে অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে। নন্দীগ্রামে নৈতিকভাবে লড়াই করার অধিকার সিপিএমের নেই, পাল্টা নিশানা তৃণমূলের । 


২ এপ্রিল ২০২১। নন্দীগ্রামে বিধানসভা ভোটের দিন বয়াল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বুথের বাইরে ঠায় বসেছিলেন মুখ্যমন্ত্রী । সেখানে দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের সঙ্গে তাঁর কথোপকথন উঠে এসেছিল শিরোনামে।  পঞ্চায়েত ভোটের আগে সেই বয়াল ১ নং গ্রাম পঞ্চায়েতেই এবার দেওয়াল লিখন নিয়ে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি । 


রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তার আগেই,  নন্দীগ্রামে সিপিএমের দেওয়াল লিখন কালি লেপার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার নন্দীগ্রামের বয়াল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মঙ্গলচক বুথে দেওয়াল লেখা শুরু করে সিপিএম। প্রার্থী ঠিক না হলেও দেওয়ালে আঁকা হয় দলীয় প্রতীক। এরপর রাতেই সেই লেখা মুছে দেওয়ার অভিযোগ ওঠে । 


সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়কের কথায়,  নন্দীগ্রামে বিজেপি এবং তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। যার ফলে বিজেপি তৃণমূলকে সেট করে এবং তৃণমূল বিজেপিকে সেট করে চলতে চাইছে।যখন মানুষ জোট বাঁধছে, তখন তৃণমূল ভয় পেয়ে দেওয়াল লিখনে কালি দিচ্ছে। ভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বেল উড়িয়ে দিয়েছে তৃণমূল । 


নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলছেন, সিপিআইএম কে মনে করাতে চাই ওদের হাতে নন্দীগ্রামের কৃষকদের রক্ত লেগে আছে। গণতান্ত্রিক ভাবে লড়াইয়ে সিপিআইএম এগিয়ে আসতেই পারে। তবে নৈতিকভাবে তারা অপান্তেয়। এই মিথ্যে অভিযোগ করে সিপিআইএম খবরের শিরোনামে থাকতে চাইছে। তৃণমূল-বিজেপি সেটিং নিয়ে সিপিএমের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। 


তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি প্রলয় পালের কথায়, ভারতীয় জনতা পার্টি সৌজন্যে রাজনীতি করে। এই কাজ সম্পূর্ণ অনভিপ্রেত যারা এই কাজ করেছে তাদের সমর্থন করি না।


এর আগেও নন্দীগ্রামে বিজেপির দেওয়াল লিখন ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই হরিপুর পঞ্চায়েতে প্রার্থীতালিকা ঘোষণা করে চমকে দিয়েছিল বিজেপি। পরে দেওয়াল লিখনে কোনও প্রার্থীর নাম না থাকায় তৈরি হয় বিতর্ক। এবার সিপিএমের দেওয়াল লিখন মোছা নিয়ে শুরু হয়েছে তরজা।