সন্দীপ সরকার, কলকাতা: বেলা ১২টা। দুপুর ৩টে। রাত ৯টা।
কলকাতা নাইট রাইডার্স (KKR vs CSK) খোঁজ নিলেই শোনা যাবে এই তিন সময় নিয়ে আলোচনা। চেন্নাই সুপার কিংস শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতায় পৌঁছল। তবে শহরে পা রেখে মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni) শিবিরেও যদি তিন সময় নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে যায়, অবাক হওয়ার থাকবে না।
আবহাওয়া দফতর বলছে, রবিবার এই তিন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে ওঠা আমআদমির কাছে যা আশীর্বাদ স্বরূপ হতে পারে। যদি একটু দহনজ্বালা জুড়োয়। তবে কলকাতা নাইট রাইডার্স শিবিরের কাছে তা আতঙ্ক সম। এমনকী, কপাল পুড়লে বৃষ্টিকে অভিশাপ বলতেও হয়তো পিছপা হবে না টানা তিন ম্যাচ হেরে বিপর্যস্ত নাইট শিবির।
রবিবার বৃষ্টি নেমে ইডেনে ধোনি শো ভেস্তে দেওয়ার আশঙ্কা রয়েছে। তবে সিএবি কর্তারা বলছেন, ইডেনে এখন আধুনিক মানের কভার রয়েছে। বৃষ্টির জল মাঠে ঢুকবে না। বৃষ্টি থামলেই ম্যাচ শুরু করে দেওয়া যাবে। তৈরি থাকছে তিনটি সুপার সপার।
কিন্তু বৃষ্টি হওয়া মানেই ওভার সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা। এই পরিস্থিতিতে সব দলই আগে ফিল্ডিং করে নিতে চাইবে। যাতে রান তাড়া করার সময় ডাকওয়ার্থ ল্যুইস নিয়ম মেনে অঙ্ক কষে এগনো যায়। চলতি আইপিএলে এমনিতেই বৃষ্টি কাঁটায় একবার বিদ্ধ হতে হয়েছে কেকেআরকে। মোহালিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচেই ডাকওয়ার্থ ল্যুইস নিয়মে ৭ রানে হেরেছিল কেকেআর। ইডেনে তার পুনরাবৃত্তি হোক, চান না নাইটরা।
যে কারণে টস জিতলে প্রথম ফিল্ডিং করার কথা ভাবা হচ্ছে। কেকেআর শিবিরের একজন বলছিলেন, 'আমরা আবহাওয়া সংক্রান্ত সমস্ত আপডেটে চোখ রেখেছি। টানা বৃষ্টি হরবে বলে মনে হয় না। হলে ঝিরঝির করে। তাতে ম্য়াচ ভেস্তে যাবে বলে মনে হয় না। তবে ওভার সংখ্যা কমবে। রান তাড়া করার সময় হাতে উইকেট রাখতে পারলে সুবিধা পাবে পরে ব্যাটিং করা দল। অন্তত ডাকওয়ার্থ ল্যুইস মেনে এগনো যাবে। আমাদের অ্যানালিস্টও সব তথ্য নিয়ে তৈরি থাকছে।'
রবিবার ইডেন গার্ডেন্স কানায় কানায় উপচে পড়বে। একটাও দর্শকাসন ফাঁকা থাকবে না। কেউ কেউ বলছেন, এবারই হয়তো ধোনিকে শেষবার আইপিএল খেলতে দেখা যাচ্ছে। ইডেনে হয়তো শেষবারের মতো দেখা যাবে ক্যাপ্টেন কুলকে। তাই টিকিটের হাহাকার। সেই সঙ্গে সম্মিলিত প্রার্থনা, বৃষ্টিতে যেন ধোনি-দর্শন ভেস্তে না যায়...
আরও পড়ুন: ইডেনে ধোনি-ধমাকা রুখতে কেকেআরের ভরসা স্পিন ত্রিফলা