লখনউ: গুজরাত জায়ান্টসকে (Gujarat Titans) হারিয়ে পাঁচ ম্যচ জিতে লিগ শীর্ষে পৌঁছনোর হাতছানি ছিল লখনউ সুপার জায়ান্টসের  (Lucknow Super Giants) সামনে। তবে মাত্র ১৩৬ রান তাড়া করে নেমেও শেষমেশ হেরেই মাঠ ছাড়তে হল কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বাধীন লখনউকে। অবশ্য দলের পরাজয়ের দিনেই নজির গড়ে ফেললেন রাহুল। 


রাহুলের রেকর্ড


লখনউ অধিনায়ক এদিন ব্যাট হাতে কার্যত একাই লড়াই করেন। ৬১ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। এই ইনিংসের সুবাদেই ভারতীয় হিসাবে এক সর্বকালীন রেকর্ড গড়ে ফেললেন রাহুল। মাত্র ১৯৭টি টি-টোয়েন্টি ইনিংস খেলেই সাত হাজার টি-টোয়েন্টি রানের গণ্ডি পার করে ফেললেন তিনি, ভারতীয় হিসাবে যা দ্রুততম। রাহুল বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন। বিরাট ২১২ ইনিংসে বিশ ওভারের ক্রিকেটে সাত হাজার রান পূর্ণ করেছিলেন। এতদিন সেটাই ছিল ভারতীয় হিসাবে দ্রুততম সাত হাজার রানের রেকর্ড। কিন্তু সেই রেকর্ড ভেঙে ফেললেন রাহুল।


অবশ্য ভারতীয় হিসাবে দ্রুততম হলেও, গোটা বিশ্বে রাহুল তৃতীয় দ্রুততম হিসাবে এই মাইলফলক স্পর্শ করলেন। রাহুলের থেকে কম সময়ে বাবর আজম (১৮৭ ইনিংস) ও ক্রিস গেইল (১৯২ ইনিংস) সাত হাজার টি-টোয়েন্টি রান করেছেন। 


ম্যাচের বিবরণ


তবে রাহুলের অর্ধশতরান সত্ত্বেও লখনউই পরাজিত হল। লো স্কোরিং ম্যাচও যে কতটা উত্তেজনাপূর্ণ হতে পারে, তা বোধহয় গুজরাত টাইটান্স বনাম লখনউ সুপারজায়ান্টস ম্যাচ না দেখলে বোঝাই যেত না। মাত্র ১৩৬ রানের লক্ষ্যমাত্রা তাড়়া করতে নেমেও নাস্তানাবুদ হতে হল কে এল রাহুলের দলকে। শেষ ওভারে মাত্র ১২ রান দরকার ছিল। কিন্তু অভিজ্ঞ মোহিত শর্মার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সেই রানই তুলতে পারল না লখনউ সুপারজায়ান্টস। মাত্র ৪ রান খরচ করে ২ উইকেট তুলে নিলেন মোহিত ইনিংসের শেষ ওভারে। লখনউ শেষ ওভারে হারাল ৪টি উইকেট। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১২৮ রানের বেশি তুলতে পারেনি লখনউ শিবির। 


১৩৬ রান তাড়া করতে নেমে কে এল রাহুল ও কাইল মায়ের্স ওপেনিং জুটি ভালই এগােচ্চিলেন। পাওয়ার প্লে-র পরে দলগত ৫৫ রানের মাথায় ২৪ রান বোর্ডে তুলে প্যাভিলিয়নে ফিরে যান মায়ের্স। কে এল রাহুল অর্ধশতরান হাঁকান। কিন্তু তিনি যোগ্য সঙ্গ পাননি কারও। ক্রুণাল পাণ্ড্য ২৩ রান করে ফিরে যান। এছাড়া আর কোনও ব্যাটারই দু অঙ্কের রান পাননি। খেলা যত এগােচ্ছিল ততই ম্যাচে নিজেদের রাশ শক্ত করে গুজরাত শিবির। শেষ ওভারে ১২ রান দরকার ছিল। তখন হাতে ছিল ৭ উইকেট। কিন্তু সেখান থেকেই পরপর ৪টে উইকেট হারায় লখনউ। প্রথম বলে ২ রান নেন রাহুল। দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ২ উইকেট নেন মোহিত। রাহুল ও স্টোইনিস ক্যাচ আউট হয়ে যান। এরপরের ৩ বলে পরপর ২ টো রান আউট হয়। 


আরও পড়ুন: সচিনের জন্মদিন উপলক্ষ্য়ে বিশেষ সেলিব্রেশনের আয়োজন করল মুম্বই ইন্ডিয়ান্স