কলকাতা: অবশেষে রাজভবন থেকে নন্দিনীকে অব্যাহতি রাজ্য সরকারের। নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে সরিয়ে নিল রাজ্য সরকার। পর্যটন দফতরের প্রধান সচিবের দায়িত্ব দেওয়া হল নন্দিনী চক্রবর্তীকে। রাজ্যপালের প্রধান সচিব কে হবেন, সেই ঘোষণা এখনও করা হয়নি। 


রাজভবন থেকে নন্দিনীকে অব্যাহতি: সি ভি আনন্দ বোস রাজ্য়পাল হয়ে আসার পর থেকেরাজ্য় সরকারের সঙ্গে তাঁর সুসম্পর্ক বারবারই দৃশ্য়ত ধরা পড়েছে। যা নিয়ে বঙ্গ বিজেপির নেতাদের গলায় ঝরে পড়েছে অসন্তোষ। কিন্তু, শনিবার রাজ্য় বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে রাজ্য়পাল সি ভি আনন্দ বোসের বৈঠকের পরই আচমকা পরিস্থিতি বদলে যায়। প্রথমে রাজ্য়পালের কড়া বিবৃতি এবং তারপর IAS অফিসার নন্দিনী চক্রবর্তীকে অব্য়াহতি দেওয়ার সিদ্ধান্ত। যা দেখে অনেকেই প্রশ্ন তোলেন, তাহলে কি সমন্বয়ের অধ্য়ায়ে ইতি টেনে আবার কি সংঘাতের শুরু? এই আবহে বুধবার, রাজভবন থেকে নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি দিল রাজ্য সরকার। তাঁকে পর্যটন দফতরের প্রধান সচিবের দায়িত্ব দেওয়া হচ্ছে। 


এবিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'অন্যায্য দাবি সত্ত্বেও সৌজন্য দেখিয়ে নন্দিনী চক্রবর্তীকে সরিয়েছে সরকার। নন্দিনীকে সরাতে রাজভবনের উপর কি চাপ ছিল?  নন্দিনীকে অব্যাহতি, ভাল কাজ করছিলেন, রাজ্যপাল এমন না করলেই পারতেন। মহিলা অফিসারকে অপমান, যে পদ্ধতিতে অব্যাহতি, না করলেই পারতে।’রাজ্যপালের প্রধান সচিব পদ থেকে নন্দিনীর অব্যাহতি নিয়ে কড়া বার্তা কুণালের।


বাংলায় দায়িত্ব পাওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের সঙ্গে এ যাবৎ সুসম্পর্ক বজায় রেখে এসেছেন রাজ্যপাল। রাজভবনে তাঁকে মিষ্টির হাঁড়ি পাঠানো থেকে, সরস্বতী পুজোয় বাংলা শিখতে আগ্রহী রাজ্যপালের প্রতীকী হাতেখড়ি, মহা সমারোহে তাতে অংশ নিয়েছে রাজ্যও। রাজ্যপালও একাধিক বার মমতার ভূয়সী প্রশংসা করেছেন। কিন্তু রাজ্য এবং রাজ্যপালের এই সমীকরণ যত গাঢ় হয়েছে, ততই বিজেপি-র সঙ্গে দূরত্ব বেশি করে চোখে পড়েছে। বিধানসভায় লিখিত ভাষণে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা শোনা যায় রাজ্যপাল বোসের মুখে। তাতে বিধানসভাতেই কার্যত তেড়েফুঁড়ে ওঠেন বিজেপি বিধায়করা। কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানানো থেকে, রাজ্যপালকে 'গো ব্যাক' ধ্বনি, কোনও কিছুই বাদ দেননি তাঁরা। রাজ্যপালের প্রধান সচিব নন্দিনীর উপর ফুঁসে ওঠেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দিনী রাজ্যপালকে ভুল বোঝাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।


আরও পড়ুন: Suvendu Adhikari: 'বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে বাজেটে দিশা নেই' সমালোচনায় বিরোধী দলনেতা