কলকাতা: ফের বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে যশ দাশগুপ্ত (Yash Dashgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)। শুধু তাঁরা নন, সঙ্গে থাকছেন টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-ও। দেবরাজ সিংহের পরিচালনায় তৈরি হচ্ছে নতুন ছবি শিকার (Shikar)।
মুকেশ পাণ্ডের 'পাণ্ডে মোশন পিকটার্স' প্রযোজিত এই ছবি গ্রামবাংলার প্রেক্ষাপটে একটি থ্রিলার ছবি। এই ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে যশ ও ঋতুপর্ণাকে। দুই অভিনেতাই বর্তমানে ব্যস্ত মুম্বইয়ের কাজে। তবে বাংলায় নতুন জুটি হিসেবে কাজ করতে অত্যন্ত আগ্রহী দুজনেই।
আরও পড়ুন: Rituparna Sengupta: হিন্দি ছবিতে ঋতুপর্ণা, ফুটিয়ে তুলবেন মধ্যবয়সের দাম্পত্যের গল্প
এই ছবির প্রেক্ষাপট হিসেবে দেখানো হয়েছে শান্তিপুর নামের একটি জায়গাকে। সেখানকারই এক চরিত্র দেব। গোটা এলাকার বিভিন্ন এলাকার বৃদ্ধ ও শিশুর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তাঁর স্বভাব। যে কোনও রকম সমস্যায় শান্তিপুরের অধিবাসীরা পাশে পান দেবকে। সেখানকার মানুষ দেবতার মতোই পুজো করেন দেবকে। পর্দায় এই চরিত্রটি ফুটিয়ে তুলবেন যশ। শান্তিপুরেই বদলি হয়ে আসেন সরকারি অফিসার অগ্নি। তিনি একজন একা মা। বিভিন্ন বিতর্ক তাঁকে মুখোমুখি দাঁড় করায় দেব ও অগ্নিকে। পর্দায় অগ্নির চরিত্রকেই ফুটিয়ে তুলবেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নুসরত জাহানকে। তাঁর চরিত্রের নাম জিনিয়া। থ্রিলার গল্পে জিনিয়ার সামান্য হালকা চালের চরিত্র আলাদা মাত্রা যোগ করবে। এই ছবিতে চতুর্থ ও আরও একটি সমান গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। তবে তাঁকে নিয়ে এখনও মুখ খুলতে চান না পরিচালক প্রযোজক। মার্চ থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা এই ছবি।