কলকাতা: গোঘাটের সভা থেকে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ, ইসকনের সন্ন্যাসীদের একাংশকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোটে বিজেপিকে (BJP) সমর্থনের অভিযোগ তুলেছিলেন তিনি। এদিকে আজই বঙ্গে প্রচারে এসেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। পুরুলিয়ার সভা থেকে সাধুদের একাংশকে আক্রমণ নিয়ে মমতাকে পাল্টা নিশানা করেছেন মোদি। 


প্রধানমন্ত্রী বলেন, 'ভারত সেবাশ্রম সঙ্ঘ, রামকৃষ্ণ মিশন, ইসকনকে ধমকাচ্ছে। বাংলার তৃণমূল সরকার সাধুদের নাম নিয়ে হুমকি দিচ্ছে। ভোটব্যাঙ্কের স্বার্থে কত নীচে নেমে গিয়েছে তৃণমূল। আধ্যাত্মিক গুরুদের অপমান মানুষ সহ্য করবে না। এদের এমন সাজা দিতে হবে, যাতে সাধুদের অপমানের সাহস না পায়। রামের নামেও আপত্তি তৃণমূলের। ভোটব্যাঙ্কের স্বার্থে মানুষের আস্থায় আঘাত তৃণমূলের'। 


এর আগে মমতা কী বলেছিলেন? 


গোঘাটের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'সব সাধু তো সমান নয়, আমরাও সবাই সমান নই। বহরমপুরে একজন কার্তিক মহারাজ আছেন। ভারত সেবাশ্রম সঙ্ঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। কিন্তু যিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেন, তাঁকে সাধু বলে মনে করি না। সরাসরি রাজনীতি করে দেশের সর্বনাশ করছেন। আসানসোলেও একটা মিশন আছে। ইস্কনকেও আমি নদিয়ায় ৭০০ একর জমি দিয়েছি। দিল্লি থেকে বিজেপিকে ভোট দিতে বলার জন্য নির্দেশ আসছে। আপনাদের এই মেয়েটা বেঁচে না থাকলে স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকত না'।


আরও পড়ুন, 'সব সাধু তো সমান নয়', মমতার নিশানায় মিশন-আশ্রমের সন্ন্যাসীরা


তৃণমূল ও ইন্ডিয়া জোটকে আক্রমণ মোদির


অন্যদিকে, পুরুলিয়ার সভা থেকে ইন্ডিয়া জোটকেও নিশানা করেছেন মোদি। তিনি বলেন, 'এখন ইন্ডিয়া জোটের সব তির শেষ হয়ে গিয়েছে। ইন্ডিয়া জোটের মুখোশ খুলে দিয়েছি। ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের মদত ইন্ডিয়া জোটের সদস্যদের। দেশের সংবিধান ধ্বংস করতে চাইছে ইন্ডিয়া জোট। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চায় ইন্ডিয়া জোট। মা-মাটি-মানুষকে রক্ষার কথা বলে ক্ষমতায় এসেছিল তৃণমূল। কিন্তু মা-মাটি-মানুষের অধিকার লুঠ করেছে তৃণমূল। শাহজাহানকে বাঁচাতে সন্দেশখালির মহিলাদের দোষী বলে চিহ্নিত করছে তৃণমূল। সন্দেশখালির অপরাধীদের বাঁচাতে নিরীহ মহিলাদের সম্মানহানি করা হচ্ছে। যে বাংলায় সরস্বতী পুজো হয়, সেখানে শিক্ষা ক্ষেত্রেও চুরি করেছে তৃণমূল। তোলাবাজি আর চুরিই তৃণমূলের নীতি। তৃণমূল নেতাদের বাড়ি থেকে নোটের পাহাড় উদ্ধার হয়েছে। আমি নিজে চোখে কখনও এতো নোট দেখিনি। এরা নিজেরা দুর্নীতি করবে, আর মোদিকে দোষারোপ করবে। দুর্নীতিবাজদের জেলের বাইরে থাকতে দেব না। ৪ জুনের পর নতুন সরকার গঠনের পর কড়া পদক্ষেপ'।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে