শিবাশিস মৌলিক, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  পশ্চিমবঙ্গে আজ জেলায় জেলায় কুয়াশা। কুয়াশার জন্য নদিয়ার তাহেরপুরে নামতে পারল না নরেন্দ্র মোদির কপ্টার। ফলে সিদ্ধান্ত নেওয়া হল দমদম বিমানবন্দরে কপ্টারটি ফিরিয়ে আনার। এরপর হয়ত সড়কপথে নদিয়া যাবেন তিনি। তাই সভার সময়সূচিতে পরিবর্তন ঘটবেই। এখনও পর্যন্ত বিমানবন্দরেই আছে মোদির কপ্টার। সম্ভবত সড়কপথে তাহেরপুর যাওয়ার চেষ্টা করবেন প্রধানমন্ত্রী। 

Continues below advertisement

এদিন রানাঘাটের তাহেরপুরে প্রধানমন্ত্রীর জোড়া সভা হওয়ার কথা। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি রাজনৈতিক সভা করার কথা ছিল নরেন্দ্র মোদির। কয়েক মাস পরেই এ রাজ্যে বিধানসভা ভোট। এরই মধ্যে এসআইএর-র পর প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। সেখানে নাম বাদ পড়েছে মতুয়া সমাজের বহু ব্যক্তির। তাদের ভোটাধিকার হয়ে পড়েছে অনিশ্চিত। অথচ পশ্চিমবঙ্গের ভোট সমীকরণে, মতুয়াদের গুরুত্ব অপরিসীম। গত লোকসভা নির্বাচনেও মতুয়াদের সিএএ-র করো নাগরিকত্ব সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার। কিন্তু, সেই নাগরিকত্বের ফয়সালা না হওয়ার কারণেই এখন অনেকে ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। কারণ, সম্প্রতি সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানায়, যতক্ষণ না কেউ ভারতের নাগরিক ঘোষিত হচ্ছেন ততক্ষণ ভোটাধিকার পেতে পারে না। প্রথমে নাগরিকত্ব পেতে হবে তারপরে ভোটার তালিকায় নাম তোলার বিষয়ে আসবে।  এই প্রেক্ষাপটে বিজেপির প্রতিও ক্ষোভ তৈরি হয়েছে মতুয়াদের একাংশের।এবার আবার এসআইআর-এর পর নাম বাদ পড়ে গিয়েছে মতুয়া সমাজের বহু ব্যক্তিরই। তাঁদের অনেকের মনেই প্রশ্ন, নাগরিকত্ব কবে মিলবে? শেষ পর্যন্ত SIR-এ নাম থাকবে না কাটা যাবে? ভোটাধিকার থাকবে তো? মতুয়াদের অধিকাংশই ওপার বাংলা থেকে আসা। তাদের অনেকেরই নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। SIR-এর শুনানি পর্বে ডাক পড়লে কী নথি দেখাবেন? উত্তর নেই মতুয়া সম্প্রদায়ভুক্ত অনেকের কাছেই। বিশ্লেষকদের অনেকের মতেই, এই পরিস্থিতি চাপ তৈরি করতে পারে বিজেপির উপর। আশা করা হয়েছিল , এদিন তাহেরপুর সভা থেকে মতুয়াদের মন জিততে, আস্থা জিততে নতুন কিছু বলবেন প্রধানমন্ত্রী। মনে করা হয়েছিল , ভোট যুদ্ধের বিউগল পুরোপুরি বেজে যাবে আজকের তাহেরপুরের সভা থেকেই। 

সভা শুরুর আগেই সভাস্থলে বহু  মানুষ ভিড় জমিয়েছে। ভিন জেলা ও ভিন রাজ্য থেকেও জন সমাগম হয়েছে। তাহেরপুরে সভা করতে না পারলে তাঁদের আশাহত হওয়ার আশঙ্কা থাকবেই।  মতুয়া গড়ে মোদির সভা ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনার ছবি।  প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখতে ভিড় জমে হেলিপ্যাডেও। কিন্তু একটা সময় পর এত ভিড় হয়ে যায়, মানুষ ব্যারিকেড টপকে এগোতে চান। এই পরিস্থিতিতেই দেখা গেল, নরেন্দ্র মোদি নিজেই আসতে পারলেন না।  

Continues below advertisement