বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: এবার প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi) কাছে রাজ্যপালকে সরানোর আবেদন করলেন সৌগত রায় (MP Sougata Roy)। মজার ছলে তৃণমূল সাংসদকে উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যপালকে (Governor Jagdeep Dhankhar) সরানোর জন্য, বারবার তৃণমূল (TMC) সাংসদরা আবেদন করায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)।


সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর, এবার সৌগত রায়। তৃণমূল সরকারের সঙ্গে রাজ্যপালের বেনজির সংঘাতের আবহে, সোমবার জগদীপ ধনকড়কে সরানোর জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার, অর্থমন্ত্রীর বাজেট পেশের পর, প্রধানমন্ত্রীর কাছে একই আবেদন করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আর মজার ছলে সৌগত রায়কে কৌশলী উত্তর দিলেন নরেন্দ্র মোদি।


এবিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছিল। বাজেট শেষ হওয়ার পর, ঘুরে ঘুরে কথা বলছিলেন। আমার সঙ্গে কুশল বিনিময় হল, তারপর আমি বললাম, তুমি রাজ্যপালকে সরিয়ে দাও, উনি বললেন, যে রাজ্যপালকে সরাব, তুমি অবসর নাও তারপর। আমি বললাম, সেটা তো হবে না, কিন্তু ও থাকলে রাজ্যের শাসনে অসুবিধে হচ্ছে। ওই একই কথা বললেন, অবসর নাও, তারপর সরাব। প্রধানমন্ত্রী কি মজার ছলে এ’কথা বললেন? নাকি, পিছনে অন্য কোনও কৌশল রয়েছে? সৌগত রায়ের কথায়, “উনি হয়তো বলতে চাইছেন, আমি যখন রাজ্যপাল হতে পারব, তখনই ওকে সরাবে।‘’ এবিষয়ে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ওঁরা জানেন না কোথায় কি বলতে হয়, কখনও সেন্ট্রাল হলে, কখনও পার্লামেন্টে বলছেন।’’


এদিকে বাগ্‍যুদ্ধে, পত্রযুদ্ধের পর রাজ্যপালকে ট্যুইটারে ব্লক করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা, সংবিধানের ধারা উল্লেখ করে, মুখ্যমন্ত্রীকে জবাব দেন রাজ্যপাল। এই অবস্থায়, রাজ্যপালকে সরানোর দাবিতে, তৃণমূল রাজ্যসভায় প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করেছে বলে সূত্রের খবর।


আরও পড়ুন: JNM Hospital Fire: কল্যাণী জেএনএম হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন