Viral Video: পরীক্ষার খাতা দেখছেন বটে। কিন্তু পড়ছেন না কিছুই। যত দ্রুততায় একের পর এক পাতা উল্টে যাচ্ছেন, তাতে খাতার লেখা পড়া মুশকিল। তার উপর আবার চোখ ক্যামেরার দিকে। অর্থাৎ যিনি শুট করছেন গোটা ভিডিয়ো, তার দিকে ঘন ঘন তাকাচ্ছেন। এদিকে ডান হাতের লাল কালির পেন চলছে। একের পর এক টিক পড়ছে। খাতার মার্জিনে নম্বর বসছে। অবশেষে রিলের মতোই কয়েক সেকেন্ডে একটা বড় খাতা দেখা শেষ। সম্প্রতি বিহারের এক শিক্ষিকার এই ভিডিয়োই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। দায়সারাভাবে খাতা দেখার জেরে তাঁর নামে এফআইআর দায়ের করা হয়েছে থানায়।


সোশ্যাল মিডিয়া এক্সে পোস্ট করা ভিডিয়োতে ছাত্রের খাতা ও রোল নম্বরও একঝলক দেখা গিয়েছে। প্রসঙ্গত, ওই শিক্ষিকা বিহারের পিপিইউ পরীক্ষার খাতা দেখছিলেন। কিন্তু ভাইরাল ভিডিয়ো দেখে অনেকের অনুমান, শিক্ষিকা খাতার দেখার অভিনয় করে আদতে রিল বানাচ্ছিলেন। কিন্তু নেটিজেনদের অনেকে প্রতিবাদে গর্জে ওঠেন। কারণ রিল বানাতে গিয়ে এক ছাত্রের খাতার মধ্যে ইচ্ছেমতো টিক ও নম্বর বসাচ্ছেন তিনি। যা একটি ছাত্রের ভবিষ্যতের জন্য ক্ষতিকর। এডুকেটরস অব বিহার প্রোফাইল থেকে এক্সে ওই পোস্টটি করা হয়। ক্যাপশনে লেখা হয়, শিক্ষিকার বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে।


অন্য আরেকটি ভিডিয়োতেও একই দৃশ্য


এই ভিডিয়োর পাশাপাশি আরেকটি রিল ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানেও মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ওই একই শিক্ষিকাকে। তবে এবার তাঁকে অন্য পোশাকে দেখা যায়। প্রসঙ্গত, এখানে তিনি আরও অনেক শিক্ষকের মাঝে বসে ছিলেন। খাতা দেখার ডিউটিতে ছিলেন তিনি। সেখানেও একজন ভিডিয়ো তুলছিল। ওই শিক্ষিকা ক্যামেরার দিকে তাকিয়ে খাতার মধ্য টিক মারছিলেন। নম্বর দিচ্ছিলেন। শেষে মোট নম্বর তাঁকে প্রথম পাতার নিচে লিখতেও দেখা যায়। ঠিক যেমনটা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক খাতায় থাকে।


দায়ের এফআইআর


পরের এই ভিডিয়োটি শেয়ার করা হয় চাপরা জেলার অফিসিয়াল প্রোফাইল থেকে। ক্যাপশনে লেখা হয়, শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। নেটিজেনদের এই ঘটনার প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দিতে দেখা যায়। কমেন্টে অনেকেই লেখেন, এমন দায়সারা কাজের জন্যই ছাত্রছাত্রীদের ভবিষ্যত আজ অন্ধকারে মিশে যাচ্ছে। অনেকে আবার শিক্ষাব্যবস্থাকেই দায়ী করেন। শিক্ষক-শিক্ষিকারা কী করে গুরুত্বপূর্ণ খাতা দেখার ডিউটির মধ্যে এসব করছেন, তা নিয়ে প্রশ্ন ওঠে।


আরও পড়ুন - Google Map Tips: গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে জলাশয়ে পড়লেন যাত্রীরা! তারপর?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।