পাখির চোখ ২৬। বেজে গিয়েছে বিধানসভা ভোটের দামামা। কোমর বেঁধে প্রচার যুদ্ধে নেমেছে যুযুধানেরা। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস পালন উপলক্ষ্যে মহাসমাবেশ। তার আগে আজ, শুক্রবার বঙ্গে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্গাপুরে জোড়া সভা তাঁর। তুমুল তৎপরতা বঙ্গ বিজেপি শিবিরে। 

শুক্রবার দুপুর ২ টো ৩৫-এ অন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে গাড়িতে প্রায় ১৬ কিলোমিটার দূরে নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন তিনি। সেখানে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। এরপর পাশের মঞ্চেই রাজনৈতিক সভা করবেন নরেন্দ্র মোদি।

এদিকে, মোদির সভার আগেই তৃণমূল কংগ্রেসকে  ছাব্বিশের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। বললেন, '২০১৬-তে ৩ আসন, ২১-এ ৭৭ আসন, ২৬-এ ১৭৭ আসন'। অর্থাৎ আগামী বিধানসভা ভোটে নিজের দলের সামনেই ১৭৭ আসনের টার্গেট রাখলেন বিরোধী দলনেতা। বাংলার মাটিতে পা রাখার আগেই তৃণমূল কংগ্রেসের উদ্দেশে তোপ দেগে তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন নরেন্দ্র মোদিও।  

শুক্রবার  দুর্গাপুরে ৫ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।  এরপর পাশের মঞ্চেই রাজনৈতিক সভা করবেন তিনি। সে-কথা জানিয়েই করেছেন পোস্ট। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বঙ্গের মানুষ অনেক আশা নিয়ে এবার বিজেপির দিকে তাকিয়ে আছেন এবং তাঁরা নিশ্চিত যে একমাত্র বিজেপি-ই পারবে উন্নয়ন করতে। এই বলে মানুষকে তাঁর সভায় যোগ দিতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও লিখেছেন,  পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছতে তিনি উদগ্রীব ।  দুর্গাপুরে তিনি তেল, গ্যাস, বিদ্যুৎ, রেল এবং সড়ক সহ বিভিন্ন ক্ষেত্রের  বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করবেন। মোট ৫০০০ কোটি টাকার বেশি বিনিয়োগের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন, জানিয়েছেন প্রধানমন্ত্রী।  

অন্যদিকে সভার যাওয়ার আমন্ত্রণ জানিয়ে দুর্গাপুরের পলাশডিহায় বাড়ি বাড়ি কার্ড বিলি করেন বিজেপির নব নির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ভারত মাতার জয়, জয় মা দুর্গা, জয় মা কালী - লেখা সেই আমন্ত্রণপত্রে। তাহলে কি আমন্ত্রণে বাঙালি আবেগে শান দিয়েই মন জিততে চাইছে বিজেপি ? এদিকে বুধবারই বাঙালি অস্মিতাকে সামনে রেখে পথে নামেন মমতা বন্দ্য়োপাধ্যায়।  তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রের বিজেপি সরকারকে। এবার পাল্টা নরেন্দ্র মোদি কী বলেন, সেদিকেই নজর বাংলার।