ঝিলম করঞ্জাই ও রুমা পাল, ভাঙড়: গ্রুপ ডি-র (Group D Agitation) আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক (ISF MLA) নৌশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)।চাকরির দাবিতে সর্বত্র আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই ইস্যুতেই কার্যত একসুরে শাসকদলকে নিশানা করেছে বিজেপি। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলও।
কী হল?
৫ দিনের ব্যবধান! ডিএ-র মঞ্চে সংহতি জানাতে গিয়ে ধাক্কা খেয়েছিলেন! এবার গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মঞ্চে হাজির হয়ে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির গলায় শ্লেষের সুর! কার্যত বুঝিয়ে দিলেন, কোনও ধাক্কা খেয়ে তিনি আপাতত পিছু হটবেন না! তাই, নিয়োগ আন্দোলনকারীদের দাবির সঙ্গে সুর মিলিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন তিনি। নৌশাদের হুঁশিয়ারি, চাকরির দাবিতে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে সর্বত্র। গ্রুপ ডি-র আন্দোলনকারীদের পরে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের সঙ্গেও দেখা করেন নৌশাদ সিদ্দিকি। ভাঙড়ের বিধায়ক বলেন, 'চাকরিপ্রার্থীদের জন্য সব জায়গায় আন্দোলন হবে। ধর্মীয় ভেদাভেদ ভুলে লড়াই হবে। গ্রুপ-ডি সহ অন্যান্যদের নিয়োগের বিষয়ে বিধানসভায় প্রশ্ন তুলব।' পাশে দাঁড়িয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও বলেন, 'নৌশাদ ঠিকই বলেছেন। ভাগাভাগি করছে সরকার।' তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই ইস্যুতে নৌশাদ সিদ্দিকির সুরেই তৃণমূলকে নিশানা করছে বিজেপিও!
কী বলল বিজেপি?
রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের কথায়, 'আমাদের রাজনৈতিক অবস্থান আলাদা, তবে আমরাও তৃণমূল-বিরোধী। উনি বিধায়ক, নিজে ঠিকঠাক বুঝেই বলছেন।'
তবে আপাতত প্রকাশ্যে নৌশাদকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তাদের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, 'যাচ্ছেন ওখানে, কেউ না চড় থাপ্পড় মেরে দেয়। তরুণ ছেলে, ভালো ছেলে। সব বিষয়ে না ঢোকাই ভাল।' প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি, ভাঙড়ে তৃণমূল-আইএসএফ অশান্তি রেশ আছড়ে পড়ে ধর্মতলায়! সেদিন তুলকালামের ঘটনায় আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে গ্রেফতার করে পুলিশ। ৪২ দিন জেল খাটার পরে ছাড়া পান নৌশাদ। এমনকি বাজেট অধিবেশনের (Budget2023) সময়ও জেলেই কাটাতে হয়েছে তাঁকে। তবুও আন্দোলনের পথ থেকে যে তিনি সরবেন না, তা বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন আইএসএফ বিধায়ক। এরপর গত শনিবার সংগ্রামী যৌথ মঞ্চে ডিএ আন্দোলনকারীদের মঞ্চে ভাঙড়ের আইএসএফ বিধায়ককে ধাক্কা দেন, হাওড়ার বাঁকড়ার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আব্দুল সালাম। এরপর থেকেই আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির সঙ্গে শাসকদলের সংঘাত চলছে মুখোমুখি!
আরও পড়ুন:হ্যামস্ট্রিংয়ে চোট, দলের সবচেয়ে গতিসম্পন্ন পেসারকে নিয়ে উদ্বেগ কেকেআর শিবিরে