ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: জেলে থাকাকালীনই আরও একটি মামলায় পুলিশ হেফাজতের (Police Custody) নির্দেশ রোদ্দুর রায়ের (Roddur Roy)। পাটুলি থানায় (Patuli Police Station) দায়ের করা মামলায় রোদ্দুর রায়ের পুলিশ হেফাজত। 


জেলে থাকাকালীনই আরও একটি মামলা রোদ্দুর রায়ের বিরুদ্ধে


পাটুলি থানায় দায়ের করা মামলায় রোদ্দুর রায়ের পুলিশ হেফাজত নির্দেশ। জেলে থাকতে থাকতেই আরও একটি মামলা তাঁর বিরুদ্ধে। ২৬ জুন পর্যন্ত রোদ্দুর রায়কে পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। আপত্তিকর বার্তার অভিযোগে পাটুলি থানায় ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 


কিছুদিন আগেই বটতলা থানায় দায়ের করা মামলায় ব্যাঙ্কশাল আদালত রোদ্দুর রায়কে ২৭ জুন পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছিল। তারই মধ্যে আজ পাটুলি থানার তরফ থেকে আলিপুর আদালতে রোদ্দুর রায়কে ফের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। সেখানে বলা হয় মে মাসে এক ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে রোদ্দুর রায়কে নিজেদের হেফাজতে তাঁরা চাইছেন। সেই অভিযোগে বলা হয়, মে মাসে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রোদ্দুর রায়। সেখানে কিছু কুরুচিকর মন্তব্য করেন তিনি, অভিযোগ। সেই কারণেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাই ইউটিউবারকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পাটুলি থানার পুলিশ। সেই আবেদনের ভিত্তিতে আলিপুর আদালত তাঁকে ২৬ জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। 


আরও পড়ুন: New Series Update: তরুণ পুলিশ অফিসার ও কিশোর দাবাড়ুর গল্প নিয়ে আসছে 'জনি বনি'


এর আগে হেয়ার স্ট্রিট থানায় মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন ভাষা প্রয়োগের জন্য রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই মামলায় গোয়ায় গ্রেফতার হন রোদ্দুর রায়। সেই হেফাজত শেষ হতে না হতেই ২০২০ সালের একটি মামলায় বটতলা থানার পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে চান। সেই মামলায় ২৭ জুন পর্যন্ত জেল হেফাজতে রোদ্দুর। এরই মধ্যে তাঁকে পাটুলি থানার আবেদনের ভিত্তিতে ২৬ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। এর জন্য তাঁকে আজই প্রেসিডেন্সি জেল থেকে পাটুলি থানায় নিয়ে যাওয়া হতে পারে।